Last Updated on March 23, 2023 7:48 PM by Khabar365Din
বুয়েনস আইরিস: কাতারের মাটিতে ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফ্রান্সের বিরুদ্ধে সেই ম্যাচে এক নাটকীয় ফাইনাল দেখেছিল ফুটবল বিশ্ব। লিওনেল মেসি নামক জাদুকরের নিজেকে উজাড় করে দেওয়ার সাক্ষী ছিলেন সকলে। ৩৬ বছরের অপেক্ষা সফল হয়েছিল অবশেষে। তারপর থেকে পিএসজি ক্লাবের জার্সিতে অনেক ম্যাচ খেলেছেন মেসি। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে আর খেলা হয়নি। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ভারতীয় সময় শুক্রবার সকাল পাঁচটায় মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। রাজধানী বুয়েনস আইরিসের মনুমেন্টাল স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পানামা। ফ্রেন্ডলি ম্যাচ। তাতে কী? টিকিট চান ১৫ লক্ষ দর্শক। এক লক্ষ সাংবাদিকের আবেদন জমা পড়েছে। স্টেডিয়ামে মোট ৮০ হাজার মানুষের বসার ব্যবস্থা আছে। এর মধ্যে সব টিকিট শেষ। মাঠের বাইরে বড় একটা অংশ তৈরি করে সেখানে বিরাট স্ক্রিন লাগানো হচ্ছে।
সবাই আবার নীল সাদা জার্সিতে মেসিকে দেখতে মুখিয়ে আছেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কানি জানিয়ে দিয়েছেন এই ভালোবাসা মেসির প্রাপ্য। আর্জেন্টিনা দলের সকলের প্রাপ্য। তিনি গর্বিত এই দলের ম্যানেজার হতে পেরে। স্কালোনি মেসিকে বুঝিয়েছেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। তিনি চাইলেই অবসর নিতে পারেন তার ইচ্ছে মতো। কিন্তু ২০২৬ আমেরিকা বিশ্বকাপে তার দলে মেসির জায়গা খোলা থাকবে। মেসি নিজেকে তৈরি রাখতে পারলে তিনি তিন বছর পরেও খেলতে পারেন। এদিকে একদিন আগেই আর্জেন্টিনার একটি রেস্তোরাঁয় পরিবার নিয়ে খেতে ঢুকেছিলেন মেসি। সেখানে প্রায় দুই হাজার মানুষ তাকে ঘিরে ধরেন। হাসিমুখে সেই অত্যাচার সহ্য করেন মহা তারকা। প্রত্যেকে তাকে পরের বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। এদিকে দেশের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবার নামছেন বৃহস্পতিবার রাতে ইউরো কাপের যোগ্যতা অর্জন ম্যাচে। পর্তুগালের প্রতিপক্ষ
লিচেনস্টাইন।