Messi: বার্সেলোনায় ফিরতে ভীত মেসির বাবা, প্রস্তাবে টাকার অঙ্ক বাড়িয়েই চলেছে আল হিলাল

0

Last Updated on May 20, 2023 6:56 PM by Khabar365Din

৩৬৫ দিন। এবার ৫০০ মিলিয়ন ডলারের প্রস্তাব অপেক্ষা করছে লিওনেল মেসির জন্য, তথ্য ফাঁস করলেন স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক হামেস রুরেস। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল লিওনেল মেসিকে আগামী মরশুমে তাদের ক্লাবে আনার জন্য উঠে পড়ে লেগেছে, টাকার অঙ্কের কোনো বাঁধ মানছে না তারা। কিছুদিন আগেই জানা গিয়েছিল সৌদির এই দানব ক্লাব আল হিলাল লিওনেল মেসির জন্য ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছিল।

কিন্তু এই টাকার অঙ্কে গা ভাসাননি লিওনেল মেসি। তিনি কোনো ইচ্ছাও প্রকাশ করেননি এত তাড়াতাড়ি ইউরোপ ছাড়ার। কিন্তু সেই প্রস্তাবে টাকার অঙ্কটা বাড়িয়ে দিল আল হিলাল। ৪০ কোটি থেকে ৫০ কোটি মার্কিন ডলারে তুলে আনলো। কিন্তু সেটা কি যথেষ্ট মেসির মন ভোলানোর জন্য? সেই প্রশ্নের উত্তর এখনও কিছু পাওয়া যায়নি। আবার সম্ভাবনা তৈরি হয়েছে একই লিগে মেসি এবং রোনাল্ডোর দেখা হওয়ার, সৌদি ক্লাসিকো আল নাসের বনাম আল হিলাল ম্যাচে।

অন্যদিকে লিওনেল মেসিকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বার্সেলোনা। ক্লাব সভাপতি বলেছেন মেসিকে আনার জন্য “সবকিছু” করতে পারেন তিনি। এই জুনেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে যাচ্ছে মেসির। তখনই সেই সুযোগের সদ্ব্যবহার করতে চায় বার্সেলোনা বা আল হিলাল। কিন্ত প্যারিসের সংবাদমাধ্যম পিএসজি টকস জানিয়েছে, ছেলেকে বার্সেলোনায় ফেরাতে ইতস্তত বোধ করছেন মেসির বাবা হোরহে। কারণ বেশ কিছু বছর আগেই স্প্যানিশ কোর্টে তিনি অভিযুক্ত হয়েছিলেন কর ফাঁকি দেওয়ার। পরে তিনি নিরপরাধী প্রমাণ হলেও পোহাতে হয়েছিল অনেক ঝঞ্ঝাট। কালিমালিপ্ত হয়েছিল মেসির চরিত্র। অভিযুক্ত প্রমাণিত হলে মেসির হতে পারতো ২ বছরের জেল। এত বড় ফাঁড়ার মুখ থেকে বেরিয়ে এসে আবার সেখানে ফিরতে কিন্তু বেশ ভীত মেসির বাবা।