Last Updated on May 6, 2023 2:07 PM by Khabar365Din
৩৬৫ দিন। কাতার বিশ্বকাপ চলাকালীন গোটা ফুটবল বিশ্বকে কাপিয়ে দিয়েছিল একটি খবর, প্রিমিয়ার লিগ ছেড়ে সৌদি আরবের ক্লাবে যাচ্ছেন রোনাল্ডো। কিন্তু এখন জল্পনা আবার তুঙ্গে উঠেছে, ছয় মাসের মধ্যেই আল নাসের ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন রোনাল্ডো। ৩৮ বছর বয়সী পর্তুগিজ স্ট্রাইকার ম্যানচেস্টার ইউনাইটেডে দেড় বছর কাটিয়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন। ম্যান ইউর হয়ে প্রথম মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ৫ বার ব্যালন ডি ওর জয়ী। বেশ কয়েকটি মাসের সেরা প্লেয়ারের পুরস্কার পেয়েছিলেন। কিন্তু পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পায় না ম্যান ইউ। তার ওপর নতুন কোচ এরিক টেন হ্যাগ এবং ক্লাব পরিচালকদের সাথে অনেক মনোমালিন্য হয় রোনাল্ডোর। তারপরই ইংল্যান্ড ছেড়ে সৌদির মাটিতে পা দিলেন তিনি। কিন্তু সৌদিতে ফিরেও স্বস্তি পেলেন না তিনি। অনেক গোল পেলেও গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতাতে ব্যর্থ হলেন। তার ওপর বেশ ক্ষিপ্ত ছিলেন আল নাসেরের কর্মকর্তারা। শুধু তাই নয় গ্যালারিতে “মেসি” ধ্বনি শুনে, নোংরা ইঙ্গিত করেছিলেন সৌদি আরবের দর্শকদের দিকে। এত কিছুর পর পরের মরশুমে এই লিগে খেলতে চান না আর রোনাল্ডো, এরমই জল্পনা শোনা যাচ্ছে।
পরের মরশুমে তাহলে রোনাল্ডো কোথায় খেলতে পারে, আছে বেশ কয়েকজন সম্ভাব্য দাবিদার –
প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে থাকা ক্লাব নিউক্যাসেল নিতে পারেন রোনাল্ডোকে। আরবী মালিকানার যোগসূত্রে রোনাল্ডোকে কম দামে পেতে পারে এই প্রিমিয়ার লিগ ক্লাব। সেরকম হলে পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসবেন তার রাজা। ৩৮ বছর বয়স হয়ে গেলেও প্রিমিয়ার লিগে তৃতীয় বারের জন্য চমক দেখানোর ক্ষমতা রাখেন সি আর সেভেন।
তার কেরিয়ারের বসন্ত কাটিয়ে আসা ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লস ব্লানকোস জার্সি গায়ে আবার লা লিগার শীর্ষে দেখা যেতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তার পুরনো ক্লাবকে নিয়ে নস্টালজিক হয়ে আছেন রোনাল্ডো।
পিএসজি থেকে হয়তো এই মরশুমের শেষে বেরিয়ে আসবেন মেসি। ফাঁকা হয়ে যাবে একটি ফরোয়ার্ডের জায়গা। ভালোই সম্ভাবনা রয়েছে এমব্যপের পাশে তার আইডল রোনাল্ডোকে জায়গা দেওয়ার। রোনাল্ডোর বেতন বহন করার ক্ষমতা রাখে পিএসজি। রামোস আর রোনাল্ডোর বন্ধুত্বের জুটি দেখা যেতে পারে পার্ক দেস প্রিন্সেসে।