East bengal vs Mohun bagan: ডুরান্ডের ডার্বিতে বাজিমাত ইস্টবেঙ্গলের! ৫৫ কোটির বাগানকে হারিয়ে নায়ক নন্দকুমার

0

Last Updated on August 12, 2023 9:10 PM by Khabar365Din

কলকাতা: ইস্টবেঙ্গল মরেনি, মোহনবাগান জেতেনি! ১৭০০ দিন পর অবশেষে হাওয়া বদল কলকাতা ডার্বিতে। অনেক লাঞ্ছনা এবং অপমানের জবাব দিয়ে তারকা সমৃদ্ধ ৫৫ কোটির মোহনবাগানকে হারিয়ে মাটিতে নামাল ইস্টবেঙ্গল। ধারে ভারে অনেক পিছিয়ে থেকে, অনেক দুর্বল দল নিয়ে শুধুমাত্র কোচের মাথার জোরে এবং ফুটবলারদের হার না মানা মনোভাবে বাজিমাত করল লাল হলুদ।

ডুরান্ড কাপের ডার্বি নিয়ে গত কয়েকদিন ধরে যে হাইপ তৈরি হয়েছিল, তার পয়সা উসুল হয়নি এদিন ম্যাচের প্রথম ৪৫ মিনিটে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো দলই সাবধানে ফুটবল খেলল। কেউ বিনা কারণে ঝুঁকি নেয়নি। ফুটবলাররা নিজেদের ১০০% উজাড় করে দেয়নি। তার মধ্যে দুটো হাফ চান্স পেয়েছিল মোহনবাগান। একবার হুগো বুমু, অন্যবার সদিকু। কিন্তু একবারও গোল হয়নি। অন্যদিকে সেট পিস থেকে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার জর্ডান একটা হেড করেছিলেন। কিন্তু সেটা জমা পড়ে যায় বিপক্ষে গোলরক্ষকের হাতে। লিস্টন, মনবীররা অত্যন্ত দায়সারা ফুটবল উপহার দিলেন প্রথমার্ধে।

বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়েছিল সবুজ মেরুন। একের পর এক টিফোর ঝড় তুলল মোহনবাগান। ইস্টবেঙ্গলের গ্যালারি থেকে কোনও টিফোই দেখা গেল না। ৫৫ মিনিটে একসঙ্গে জেসন কামিংস এবং দিমিত্রিকে একসঙ্গে নিয়ে এল মোহনবাগান। ৬০ মিনিটের মাথায় কাউন্টার আক্রমণ থেকে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ডান দিক থেকে ঢুকে নন্দকুমার গোল করে গেলেন। বলটা হারিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। পাস বাড়িয়েছিলেন বোরহা। নন্দ যেভাবে ডান পায়ে কাট করে বা পায়ে ফিনিশ করলেন তাতে কিছুই করার ছিল না বিশালের। ওড়িশা থেকে আসা এই ফুটবলার লম্বা রেসের ঘোড়া। ৬৭ মিনিটে সাহালকে নিয়ে এলেন মোহনবাগান কোচ।

ইস্টবেঙ্গল নামাল সূহের এবং পেকাকে। এরপর অনেক চেষ্টা করলেও আর গোল শোধ করতে পারেনি মোহনবাগান। সুহেলকে নিয়ে এসেও তাদের কাজ হয়নি। আজ ইস্টবেঙ্গল বুঝিয়ে দিল ফুটবলটা শুধু কথা দিয়ে হয় না। মাঠে নেমে খেলতে হয়। অনেক সমালোচনা হয়েছিল। তার সব জবাব দিল লাল হলুদ। যুবভারতী সবুজ ঘাসে চার বছর পর আবার ডার্বি জিতে ফিরে এল মশাল ব্রিগেড। অন্যদিকে মোহনবাগানকে দেখে মনে হল দলের কম্বিনেশন একেবারেই তৈরি হয়নি। কিন্তু দিনটা ছিল লাল হলুদের। যোগ্য দল হিসেবেই তারা জিতেছে।