টোকিওতে চক দে ইন্ডিয়া
প্রথমবার সেমি ফাইনালে মহিলা হকি দল

0

Last Updated on August 2, 2021 7:46 PM by Khabar365Din

৩৫৬ দিন। টোকিও। চক দে ইন্ডিয়া আর সিনেমা নয়। এবার সত্যি। সিনেমার চিত্রনাট্যের মত। মাত্র এক মাস আগেই মহিলা হকি দল নিয়ে সংশয়ে ছিল ভারতের অলিম্পিক কমিটি। পর্যাপ্ত অনুশীলন হননি গত ১৭ মাসে, ফিটনেস তলানিতে, আর পারফরম্যান্স এর কথা না বলাই ভালো, শুধু শুধু মহিলা দল পাঠিয়ে লজ্জা বাড়ানো কেন? যখন এই প্রশ্ন ঘুরছে ভারতীয় অলিম্পিক কমিটির মাথায়, তখন মেয়েরাই এগিয়ে এসে বলেছিল, মাত্র একমাসে আমরা সব সামলে নেব। তারা সত্যিই করে দেখালেন। অসম্ভব পরিশ্রম আজ জেদে মাত্র একমাস ট্রেনিংয়ে বিশ্বসেরদের টক্কর দিয়ে সেমিতে পৌঁছলেন চক দে মেয়েরা।একেবারে অবিশ্বাস্য কায়দায় টোকিও অলিম্পিকের সেমিফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি দল।অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উঠলেন রানী রামপাল-বন্দনা কাটারিয়ারা। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরজিৎ কৌর। এই প্রথম মহিলা হকিতে অলিম্পিক সেমিফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে ভারতীয় মহিলা দল। পুরষ দলের মত ভারতীয় মহিলা হকি দলের পদক জয় আর একটা ম্যাচ দূরে। এই অস্ট্রেলিয়ার কাছেই চলতি টোকিও গেমসে ভারতীয় পুরুষ হকি দল ১-৭ গোলে হেরে মাথা হেঁট করে মাঠ ছেড়েছিল। মনদীপ, শ্রীজেশদের হারের সেই শোধটাও তুলে নিলেন রানী-বন্দনারা।পুরুষ দলের চেয়ে অনেক বেশি অবাক করা ভারতীয় মহিলা দলের সেমিফাইনালে ওঠা। কারণ মহিলা হকিতে ভারত একেবারেই শক্তিশালী দল নয়। অস্ট্রেলিয়া মহিলা হকি দল যেখানে তিনবার অলিম্পিক সোনা ও দুবার বিশ্বকাপ জয়ী সেখানে ২০১৬ রিও অলিম্পিকে সবার শেষ গেমস শেষ করেছিল ভারতীয় মহিলা হকি দল। এখনও ভারতীয় মহিলা হকি দলের কোনও বড় টুর্নামেন্টে পদক জয়ের ইতিহাস নেই। সেখান থেকে এই রূপকথার উত্থান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here