আজ কোহলির জন্মদিন, উদযাপনে তৈরি ছিল ইডেন, কিশোরের গান, ৭০ হাজার কোহলি মুখোশ, আতশবাজি,কেক সব বাতিল বোর্ডের অজ্ঞাত নির্দেশে

0

Last Updated on November 5, 2023 5:31 PM by Khabar365Din

সেনকো গোল্ডের সোনার ব্যাট দিয়ে বরণ হবে বিরাটের

৩৬৫ দিন। ক্রিকেটের নন্দনকানন চিরকালই সেরাদের যোগ্য সন্মান দিয়ে এসেছে। স্যার সোবার্সের জন্মদিন পালন থেকে স্টিভ ওয়ার ৩০ তম সেঞ্চুরি, কপিলের শেষ অধিনায়কত্বর মুহূর্ত থেকে শচীনের শেষ ম্যাচ, জাতি -বর্ন – ধর্ম নির্বিশেষে কলকাতা যোগ্য সন্মান দিয়ে সর্বদা বরণ করে নিয়েছে শ্রেষ্ঠকে। আজ বিরাট কোহলির জন্মদিন। এই সময়ের বিশ্বের সেরার জন্মদিন যথাযোগ্য সন্মানে উদযাপনের সব ব্যবস্থা করা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড সব আয়োজন বাতিল করেছে। ঠিক ছিল, গোটা স্টেডিয়ামে কোহলি মুখোশ পরে থাকবে ৭০ হাজার ভারতীয় সমর্থক। হবে আতশবাজি, সবার সামনে কাটা হবে সুবিশাল কেক, স্টেডিয়ামে এক মিনিটের বাজবে বিরাটের প্রিয় গায়ক কিশোরের গান।

কিন্তু কোনও অদৃশ্য অঙ্গুলিহেলনে কলকাতা বিরাটের জন্মদিন পালন করতে পারছে না। বোর্ড সব বাতিল করেছে। কিন্তু বিসিসিআই জানিয়েছে সেনকো গোল্ড সংস্থার তৈরি ১২ ইঞ্চির সোনার ব্যাট স্মারক হিসেবে তুলে দেওয়া হবে কিং কোহলির হাতে।
সিএবি কর্তারা ভেবেছিলেন, একটি অভিনব স্মারক দিয়ে কোহলিকে সংবর্ধনা জানানো হবে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ভারতীয় বোর্ডের নির্দেশে যাবতীয় পরিকল্পনা বাতিল করতে হয় সিএবি-কে। ফলে হাতে বিশেষ সময় ছিল না। তাই ঠিক হয়, ৫ নভেম্বর ম্যাচের দিন বিশেষ স্মারক কোহলির হাতে তুলে দিতে চলেছেন সিএবি কর্তারা। কী সেই স্মারক? সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সহযোগিতায় বিরাটের জন্য তৈরি হয়েছে একটি সোনার ব্যাট। তা দিয়েই বরণ করে নেওয়া হবে কিং কোহলিকে।