Virat Kohli: ১৫ বছর আইপিএল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেননি কোহলি! ব্যর্থতার এমন নজির বিরল

0

Last Updated on May 25, 2023 8:41 PM by Khabar365Din

৩৬৫ দিন। ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। বর্তমান সময়ের ভারতের সেরা ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার কোহলি আইপিএলে এখনো পর্যন্ত ট্রফির মুখ দেখেননি। কোহলি যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৫ বছরে তিনবার ফাইনালে উঠলেও এখনো পর্যন্ত আইপিএল ট্রফি ঘরে তুলতে পারেনি। গ্রূপলিগের শেষ ম্যাচে গুজরাত টাইটান্স এর কাছে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে ব্যাঙ্গালোর। এই ম্যাচের পরই বিরাট কোহলির দেওয়া একটি অনুপ্রেরণামূলক ভাষণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুভ নামে জনৈক এক ব্যক্তি টুইটারে সেই ভিডিও পোস্ট করেছেন।

সেই ভিডিওতে কোহলিকে বলতে শোনা যাচ্ছে, আমি ১৫ বছর ধরে আইপিএল খেলছি, আমি এখনো এই ট্রফি জিততে পারিনি। কিন্তু ট্রফি না জিততে পারার জন্য আমি আশা ছেড়ে দিইনি, প্রত্যেক বছর আইপিএল আসলেই আমার মধ্যে নতুন উদ্দীপনার জন্ম হয়, আমি এটাই করতে পারি, আমি এই চেষ্টাটাই করতে পারি। ভিডিওতে কোহলি আরো বলেছেন, সুযোগের সদ্ব্যবহার কি করে করা উচিত, তা একজন খেলোয়াড়ের ভাবা উচিত, প্রতিটি খারাপ জিনিসেরই উল্টোটাও হয়। ঐ ভিডিওরা ক্যাপশনে লেখা ‘ কিং কোহলি ফর এ রিসন।’ এই ভিডিও আপলোড হওয়ার পর থেকেই ৩৬ হাজার মানুষ এটি দেখেছেন। টুইটারের একজন ইউজার লিখেছেন ‘ ওই সর্বশ্রেষ্ঠ।’

আরেকজন লিখেছেন এই মানুষটা আমায় খুব অনুপ্রাণিত করেন। সত্যিই উনি এই কারণেই রাজা।’ ব্যাটারদের ধারাবাহিকতার অভাব ও দুর্বল বোলিং, খারাপ ফিল্ডিং এর জন্য ভালো দল গড়েও বারবার হতাশ করেছে আরসিবি। ঘরের মাঠেও তারা অপরাজেয় হয়ে উঠতে পারেনি। যা তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক বিরাট কোহলি, সবচেয়ে ধারাবাহিক ব্যাটারও বটে। আইপিএলে ২৩৭ ম্যাচে ৩৭ এর বেশি ব্যাটিং গড়ে ও ১৩০ এর বেশি স্ট্রাইক রেটে ৭ টি শতরান সহ ৭ হাজার ২৬৩ রান করেছেন কোহলি। এবারের আইপিএলে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি। ১৪ ম্যাচে প্রায় ১৪০ এর স্ট্রাইক রেটে ৬৩৯ রান করেছেন কোহলি। কোহলির জাতীয় দলের সতীর্থ রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ বার আইপিএল এনে দিয়েছেন। তার মেন্টর ও তাকে দ্য বিরাট কোহলি গড়ে তোলার সবচেয়ে বড় কারিগর মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসকে ৪ বার আইপিএলের ট্রফি এনে দিয়েছেন।