Last Updated on May 29, 2023 2:10 PM by Khabar365Din
আইপিএলের ইতিহাসে এই প্রথম। বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ পিছিয়ে গেলো সংরক্ষিত দিনে। দফায় দফায় বৃষ্টির কারণে টসই করা গেলো না। বৃষ্টির কারণে হলো না ফাইনাল ম্যাচ শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলো আহমেদাবাদে রবিবার সূর্য ডোবার পর ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিন কার্যত ১০০ শতাংশই বৃষ্টি হলো। সন্ধ্যে থেকেই বৃষ্টি শুরু হয়ে যায়। ফলে পিচ ও সংলগ্ন অঞ্চল ঢেকে রাখা হয়। আম্পায়ারের তরফে ঘোষণা করা হয় বৃষ্টির কারণে টস নির্ধারিত সময় সন্ধ্যে সাতটায় করা যাবে না। ৯ টা ৩৫ এর মধ্যে খেলা শুরু হলে সম্পূর্ণ খেলা হবে, এর পরে খেলা শুরু হলে ওভার সংখ্যা কমে যাবে এমনটাই জানানো হয় আম্পায়ারের তরফে।

সোয়া আটটা নাগাদ বৃষ্টি থেমে যায়। কভার নিয়ে আসা হয়। কিন্তু তারপর আবার ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়। রাত ৯ টার কিছুক্ষন পর বৃষ্টি আবার থেমে যায়। জল দ্রুত নামানোর জন্য সুপার সপার নিয়ে আসা হয়। কয়েক মিনিটের মধ্যে ঝাপিয়ে বৃষ্টি নামে। গ্যালারিতে ধৈর্য্য ধরে বসে থাকা দর্শকদের মুখে হতাশার ছাপ চোখে পড়ে। আম্পায়াররা জানায় রাত ১২ টা ৬ মিনিট পর্যন্ত তারা অপেক্ষা করতে পারেন। ঐ সময় খেলা শুরু হলে ৫ ওভারের ম্যাচ হবে। তার আগে খেলা শুরু করতে পারলে ওভার সংখ্যা বাড়তে পারে। কিন্তু ঐ সময়ের মধ্যে খেলা শুরু করতে না পারলে সোমবার সংরক্ষিত দিনে খেলা হবে। তবে ১২ টা ৬ এ যদি খেলা শুরু করতে হয় তবে ১১ টার মধ্যে বৃষ্টি থামতেই হবে।
কারণ মাঠ খেলার জন্য উপযোগী করে তুলতে ও দুই দলের খেলোয়াড়দের প্রস্তুতির জন্য এক ঘন্টা সময় দিতে হবে। এরপরেও বৃষ্টি থামে, আবার শুরু হয়। আবার থামে, খেলোয়াড়রা অনুশীলনে নামেন, আবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তীব্রতা কম বেশি হলেও নাছোড়বান্দা বৃষ্টি হতেই থাকে। ১০ টা ৪৫ নাগাদ বৃষ্টি থামে। ১০ টা ৫৫ নাগাদ আম্পায়ার রড টাকার ও সুধীর মেনন মাঠ পরিদর্শনে নামেন। পরিদর্শন করে মাঠ প্রস্ততকারক, আইপিএল আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত নেন মাঠের যা অবস্থা তাতে ম্যাচ শুরু করা যাবে না। তাই সংরক্ষিত দিনে ম্যাচ পিছিয়ে দেওয়া হচ্ছে। দুই দলের অধিনায়ক ও কোচদের তা জানিয়ে দেওয়া হয়। প্রতিদ্বন্দিতা পূর্ন এবারের আইপিএলের ৭৩ টি ম্যাচের পর দর্শকরাও নিশ্চই ৫ ওভারের ম্যাচ দেখতে চান নি। সোমবার ২০ ওভারের ম্যাচ হবে। সবথেকে খুশির কথা সোমবার আমেদাবাদে বৃষ্টির পূর্বাভাস নেই।