Last Updated on May 21, 2023 1:24 PM by Khabar365Din
লন্ডন: আইপিএল শেষ হলেই এক সপ্তাহের ভেতরে অগ্নিপরীক্ষা ভারতীয় ক্রিকেট দলের সামনে। টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ বলা হচ্ছে যাকে সেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যাবে। ওভালে ৭ জুন শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ডিউক নয়, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই হবে কোকাবুরা বলে। দুই দলই এই ব্যাপারে সম্মতি জানিয়েছে। ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড খেলেছিল ডিউক বলে। কিন্তু লাল ডিউক বলের মান নিয়ে কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণকারী দলগুলি ক্রমশ অভিযোগ করছে। সেই জন্যই উভয় দলই কোকাবুরায় খেলার ব্যাপারে একমত হয়েছে।
ক্রিকেটমহল যদিও মনে করছে যে, এর ফলে সুবিধা হবে অস্ট্রেলিয়ার। কারণ, ঘরের মাঠে অজিরা কোকাবুরা বলেই খেলতে অভ্যস্ত। অন্যদিকে, ভারতীয়রা দেশের মাঠে এসজি বলে খেলে থাকে। আর ইংল্যান্ডে ডিউক বল হাতেই দৌড়ে আসেন ভারতীয় পেসাররা। তাই শক্ত কোকাবুরার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগারই কথা মহম্মদ সামি, মহম্মদ সিরাজদের।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও ফাইনালে এগিয়ে রাখছেন প্যাট কামিন্সের দলকে। তিনি বলেছেন, ওভালের কন্ডিশন অনেকটা অস্ট্রেলিয়ার মতো। ভারতের সঙ্গে একেবারেই মিল নেই। তাই আমার মনে হয়, ফাইনালে অস্ট্রেলিয়াই বাজিমাত করবে। তাছাড়া কোকাবুরা বলে খেলার ফলেও সুবিধা হবে অজিদের। তবে ভারতীয় দল ৩ তারিখ ইংল্যান্ড রওনা হওয়ার কথা। ইতিমধ্যেই রাহুল দ্রাবিড় নির্দেশ দিয়েছেন যারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবেন, তারা যেন আইপিএলের মাঝে কোকাবুরা বলে অনুশীলন করতে থাকেন। তাই ভারতীয় ক্রিকেটাররা যথেষ্ট প্রস্তুতি নিয়েই নামবেন একথা বলাই যায়।