Fifa Prasident: তৃতীয়বার ফিফার প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো

0
FIFA President Gianni Infantino addresses the 73rd FIFA Congress at the BK Arena in Kigali, Rwanda March 16, 2023. REUTERS/Jean Bizimana

Last Updated on March 16, 2023 9:25 PM by Khabar365Din

জুরিখ: একমাত্র প্রার্থী হওয়ায় তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেটাও হয়ে গেল বৃহস্পতিবার। রুয়ান্ডার কিগালিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ৫২ বছর বয়সী জিয়ান্নি ইনফ্যান্তিনো। টানা তৃতীয় মেয়াদে ফিফার প্রেসিডেন্ট হলেন তিনি। এই মেয়াদে থাকবেন আগামী ২০২৭ সাল পর্যন্ত। ফিফার অফিসিয়াল টুইটারে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, ‘জিয়ান্নি ইনফ্যান্তিনো সবার সম্মতিতে ২০২৩-২০২৭ পর্যন্ত ফিফা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। আবারও দায়িত্ব পেয়ে আগামী চক্রে ১ হাজার ১০০ কোটি ডলার আয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। একইসঙ্গে তার সমালোচকদের প্রতি দিয়েছেন শান্তির বার্তা।

ইনফ্যান্তিনো বলেন, এটি (আবার ফিফার প্রেসিডেন্ট হওয়া) অবিশ্বাস্য সম্মানের এবং অনেক বড় দায়িত্ব। বিশ্বজুড়ে ফিফা ও ফুটবলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। যারা আমাকে ভালোবাসে, জানি এমন লোক অনেক আছে এবং যারা আমাকে ঘৃণা করে, আপনাদের সবাইকে আমি ভালোবাসি। ফিফায় একাধিক মেয়াদে দীর্ঘ সময় ধরে সভাপতি থাকাটা অবশ্য নতুন কিছু নয়। ২০১৫ সালে ফিফার সভাপতির পদ হারানোর আগে সেপ ব্ল্যাটার ১৭ বছর ধরে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির প্রধান ছিলেন।
এরপর থেকেই ইনফ্যান্তিনো আছেন ফিফার দায়িত্বে। ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে আরও একবার ফিফার সভাপতি হন তিনি। ২০২৩ সালের কংগ্রেসে তৃতীয় মেয়াদে ক্ষমতায় তিনি।ইনফ্যান্তিনোর সভাপতিত্বে উত্তর আমেরিকায় হবে ২০২৬ বিশ্বকাপ। দল সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ এবং ম্যাচ সংখ্যা ৬৪ থেকে বেড়ে ১০৪ করেছে ফিফা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here