Last Updated on May 16, 2023 2:05 PM by Khabar365Din
৩৬৫দিন। ক্রীড়া মহলে একটি চলতি প্রবাদ আছে, আগ্রাসন ম্যাচ জেতায় কিন্তু রক্ষণে জেতে চ্যাম্পিয়নশিপ। সেই প্রবাদ সত্যি করে দেখালেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। কোচ হিসেবে তার প্রথম লা লিগা জয়ের সাথে সাথেই এই লিগের ইতিহাসে অন্যতম সেরা রক্ষণাত্মক ক্ষমতার রেকর্ড গড়েছেন।
চার বছর পর স্পেনের চ্যাম্পিয়নের শিরোপা ফিরে পেলো ফুটবল ক্লাব বার্সেলোনা। ১০ বছরে আট বার লা লিগা জেতার পর টানা তিন বছর এই খেতাবের স্বাদ পায়নি এফ সি বার্সেলোনা। রোনাল্ড কোম্যানের নিভু নিভু বার্সেলোনাকে জাভির দায়িত্বে আবার জ্বলতে দেখা গেল এই মরশুমে। গত মরশুমে টেবিলের সপ্তমে নেমে এসেছিল বার্সেলোনার, তার ওপর ছেড়ে গেলেন লিওনেল মেসি।
মনোবল ভেঙে পড়া বার্সেলোনার দায়িত্ব নিতে এগিয়ে এসেছিলেন ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজ। আধা মরশুম চালানোর মত কিছু ধার করা প্লেয়ারদের দিয়েই রানার আপ করেছিল বার্সাকে, এমনকি রিয়াল মাদ্রিদকে ৪-০ ব্যবধানে হারায়। এই বছর তার ক্ষমতা প্রমাণ করে দিলেন জাভি। নিজের মতো করে দলকে সাজিয়েছেন। এই মরশুমে বেশির ভাগ সময়ই পেদ্রি, দেম্বেলে, আরাউহোর মত গুরুত্বপূর্ণ প্লেয়াররা চোটের জন্য বাইরে ছিলেন। তা সত্বেও কোচিং জীবনের প্রথম লা লিগা তুলতে সফল হলেন জাভি। বার্সেলোনা তাদের ইতিহাসের ২৭তম লা লিগা খেতাবটি তুললো রবিবার।
জাভির বার্সেলোনার সবথেকে বড় শক্তি ছিল তার রক্ষণ। ৩৪টি ম্যাচ খেলে মাত্র ১৩টি গোল খেয়েছে তারা। সেন্টার ব্যকে উরুগুয়ের রোনালদো আরাউহো এবং ডেনমার্কের ক্রিস্টেনসেন প্রাচীরের সমান। লেফট ব্যকে বালদে এবং রাইট ব্যকে কুন্দে আক্রমণ এবং রক্ষণ দু দিকেই বিশ্বমানের। বলা বাহুল্য বার্সেলোনা গোলকিপার মার্ক আন্দ্রে টার স্টেগেন এর কথা, এই জার্মান গোলকিপার এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। লা লিগায় ৩৮টি ম্যাচের মধ্যে ২৫ টি ম্যাচ ক্লিন শিট রেখেছেন, যেটি প্রায় অসম্ভবের সমান।
পরিসংখ্যানের দিক থেকে জানা যাচ্ছে তার দিকে ধেয়ে আসা শটের ৮৫ শতাংশ বাঁচিয়ে নিয়েছেন তিনি। এর থেকে বোঝাই যাচ্ছে বার্সেলোনা ৩৮ টি ম্যাচ খেলে মাত্র ১৩টি গোল কিভাবে খায়। বর্তমানে লা করুনিয়া (১৯৯৪) এবং অ্যাটলেটিকো মাদ্রিদ(২০১৬), ৩৮ ম্যাচের মরশুমে সবথেকে কম গোল খাওয়ায় রেকর্ডধারী। মাত্র ১৮টি গোল খেয়েছিল তারা। বার্সেলোনার ৪ ম্যাচ বাকি এবং মাত্র ১৩টি গোল খেয়েছে। তাদের রক্ষণের ক্ষমতা থেকে এটা প্রত্যাশা করাই যাচ্ছে, লা লিগায় ইতিহাসের সেরা রক্ষণের রেকর্ড তারাই করতে পারে।