KKR: চাপ কাটাতে সুইমিং পুলে উপভোগ করলেন কেকেআর ক্রিকেটাররা, লখনউকে শেষ ম্যাচে হারাতে তৈরি কলকাতা

0

Last Updated on May 18, 2023 7:59 PM by Khabar365Din

কলকাতা: প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা কি রয়েছে কেকেআরের? শহরের ক্রিকেটপ্রেমীদের কাছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আশা অবশ্য রয়েছে, তবে তা ক্ষীণতম। শনিবার লখনউকে বড় ব্যবধানে হারাতে হবে নাইটদের। তারপর বিভিন্ন সমীকরণের হিসেব খতিয়ে দেখা প্রয়োজন। তবে এতসব ভেবে চাপ বাড়াতে নারাজ কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে ছেলেদের ফুরফুরে মেজাজে রাখতে চাইছেন তিনি। তাই বুধবারও নীতীশ রানাদের ছুটিই দিয়েছিলেন কোচ। নেট সেশন রাখেননি। টিম হোটেলের সুইমিং পুলে মজার ছলে সময় কাটান আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংরা। বৃহস্পতিবার থেকে ইডেনে সুপার জায়ান্টস বধের মহড়ায় নামবে নাইট-ব্রিগেড।

চিপকে কেকেআরের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন। বিশেষ করে স্পিনাররা। বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের দাপটেই দুরমুশ হয় ধোনির দল। সেই পারফরম্যান্স ইডেন গার্ডেন্সে মেলে ধরতে বদ্ধপরিকর নারিনরা। তবে মুম্বইয়ের মতো শক্তিশালী দলকে হারানোর পর ক্রুণালরাও ছন্দ ধরে রাখতে প্রত্যয়ী। তাই সুপার-জায়ান্টসদের হারাতে কেকেআরের ব্যাটিংকেও বাড়তি দায়িত্ব নিতে হবে। তারজন্য জেসন রয় ও গুরবাজের দিকে নজর থাকবে।

নীতীশ রানাকেও ফের মেলে ধরতে হবে অধিনায়কোচিত ইনিংস। গত ম্যাচে তিনি হাফ-সেঞ্চুরি করেছিলেন। রিঙ্কু সিং স্বপ্নের ফর্মে আছেন। পাশাপাশি আন্দ্রে রাসেল ছন্দে ফেরায় স্বস্তিতে নাইট শিবির। এদিকে, কেকেআরের বিরুদ্ধে নামার আগে চোট সমস্যায় জর্জরিত লখনউ। মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট করার সময় পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন স্ট্যান্ড-ইন অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া। শনিবার কেকেআরের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।