Last Updated on May 30, 2023 1:08 PM by Khabar365Din
৩৬৫ দিন। আইপিএলের সম্ভবত তার শেষ মরসুমে চেন্নাই সুপার কিংসকে পঞ্চম আইপিএল ট্রফি তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই এর জন্মলগ্ন থেকে ধোনি তাদের নেতা, আশা, ভরসা, পথপ্রদর্শক। চেন্নাই মানেই থালা তা আরো একবার প্রমাণিত হলো। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এর পর ২০২৩। ধোনির অধিনায়কত্বে আইপিএল জয়ের ভিত্তিতে মুম্বইকে ছুলো চেন্নাই। এর পাশাপাশি ২০১০ ও ২০১৪ সালে দলকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও এনে দেন ধোনি। ম্যাচ ফিক্সিং এর দুর্নীতির জন্য ২০১৬ ও ২০১৭ মরসুমে চেন্নাই সুপার কিংস আইপিএলে অংশ নিতে পারেনি। ১৪ বছরের মধ্যে মহেন্দ্র সিং ধোনি চেন্নাইকে ১০ বার ফাইনালে তুলেছেন, এর মধ্যে ৫ বার চ্যাম্পিয়ন করেছেন।

তার অধিনায়কত্বেই চেন্নাই সুপার কিংস আইপিএলে সবচেয়ে ধারাবাহিক দল হয়েছে। নি: সন্দেহে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আইপিএলের সেরা অধিনায়ক। বয়সের ভারে কিছুটা হলেও জর্জরিত মাহি ব্যাট হাতে এই মরসুমে তেমন নজরকারা পারফরম্যান্স দিতে পারেননি। ১১ ইনিংসে মাত্র ১০৪ রান করেছেন। ফাইনালেও ব্যাট হাতে ব্যর্থ মাহি। এক বল খেলে শূন্য রানে ফিরে যান তিনি। কিন্তু এই ধোনিই আইপিএলে সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক। আইপিএলে ২৫০ টি ম্যাচে প্রায় ১৩৬ স্ট্রাইক রেটে ৫ হাজার ৮২ রান করেছেন, যার মধ্যে কোনো শতরান না থাকলেও ২৪ টি অর্ধশত রান রয়েছে তার। প্রয়োজনের সময় ব্যাট হাতে দলের ত্রাতা হয়ে উঠেছেন।

তবে ব্যাটার ধোনির থেকেও অধিনায়ক ধোনিকে ক্রিকেট প্রেমীরা চিরকাল মনে রাখবেন। রবিচন্দ্রন অশ্বিন, রুতুরাজ গায়েকওয়ার, শিবম দুবে, মাথিসা পাথিরানা, তুষার দেশপান্ডে, দীপক চাহার চেন্নাই অধিনায়ক ধোনির দৌলতে আজ সবার পরিচিত নাম। এমনকি রবীন্দ্র জাদেজাকে রকস্টার স্যার জাদেজা হিসেবে গড়ে তোলা, হারিয়ে যাওয়া অজিঙ্কে রাহানেকে দলে নিয়ে তাকে আরো ভয়ঙ্কর রাহানে হিসেবে গড়ে তোলার পিছনে একমাত্র অবদান এই মহেন্দ্র সিং ধোনির। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১১ এর একদিনের বিশ্বকাপ, ২০১৩ এর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের অধিনায়ক যেমন মাথা উঁচু করে, কোটি কোটি ক্রিকেট প্রেমীর অফুরান ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে ভারতীয় দলের জার্সি ছেড়েছিলেন, তেমনই তার ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাইকে এভারেস্টের শিখরে তুলে মাথা উঁচু করে ক্রিকেট প্রেমীদের মনে চিরস্থায়ী হয়ে রইলেন মহেন্দ্র সিং ধোনি।