Messi: মেসি বার্সেলোনায় ফিরছেনই, আত্মবিশ্বাসী বার্সা প্রেসিডেন্ট

0

Last Updated on April 17, 2023 9:37 PM by Khabar365Din

৩৬৫ দিন। আসন্ন ট্রান্সফার সময়কালে লিওনেল মেসি পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরবেন। প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে এই কথা জানালেন বার্সেলোনা ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট জোয়ান লাপর্তা। দু বছর আগে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দেন মেসি। আগামী জুনেই পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ফলে মেসির বার্সেলোনায় ফেরার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদিও মেসিকে নেওয়ার জন্য আগ্রহী ইন্টার মিয়ামি, সৌদি আরবের একটি ক্লাব। পিএসজি তার চুক্তির মেয়াদ বাড়াতেও পারে। কিন্তু ১৭ বছর ধরে যে ক্লাবের হয়ে আর্জেন্টাইন তারকা ৭৭৮ টি ম্যাচ খেলে ৬৭২ টি গোল করেছেন ১০ বার লা লিগা, চারবার চ্যাম্পিয়ন্স লিগ,তিনবার সুপার কাপ, তিনবার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন , সেই ক্লাবে ঘরের ছেলে ফিরছে কিনা তা জানতেই মেসিভক্ত ও বার্সেলোনা সমর্থকরা উদগ্রীব।

ক্লাব প্রেসিডেনর লাপর্তা সম্প্ৰতি মেসির বাবার সঙ্গে দেখা করেন ও মেসিকে ক্লাবে ফেরানোর জন্য প্রবল চেষ্টা করে যাচ্ছেন। চলতি মরসুমে পিএসজির হয়ে মেসি ৩৫ টি ম্যাচ খেলেছেন।২০ টি গোল করেছেন ও ১৮ টি গোল করিয়েছেন। ২০২১ সালে তিনি বার্সেলোনা ছাড়তে চাননি। আর্থিক সমস্যার কারণে তিনি বার্সা ছাড়তে বাধ্য হন। আর্থিক সমতা রক্ষার নিয়ম রূপায়ণ করতে গিয়ে বার্সেলোনা ক্লাব কতৃপক্ষকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কিন্তু ক্লাবকর্তারা আশাবাদী মেসির সঙ্গে তারা চুক্তিবদ্ধ হতে পারবেন। এদিকে, ২০০১ সাল থেকে ২০১৮ পর্যন্ত আর্থিক দুর্নীতির অভিযোগ এসেছে বার্সেলোনার বিরুদ্ধে। খেলার দুর্নীতির পাশাপাশি, ব্যবসায় দুর্নীতি, প্রশাসনিক দুর্নীতি ও ভুয়ো নথি তৈরি করার অভিযোগ উঠেছে। কিন্তু বার্সা প্রেডিডেন্ট যাবতীয় অভিযোগের সত্যতা খারিজ করে জানিয়েছেন ক্লাব বৈধ ও ন্যায্যভাবেই যাবতীয় কাজ করেছে।