Last Updated on June 23, 2023 8:37 PM by Khabar365Din
তার পেশাদারিত্ব ও খেলার প্রতি নিষ্ঠার জন্য বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি। শুধু ব্যাটিং এর জন্য নয় তার ফিটনেসের জন্য দেশের সব উঠতি ক্রিকেটাররা বিরাট কোহলিকেই অনুসরণ করেন। শুধু ভারত নয় পাকিস্তানেও কোহলির জনপ্রিয়তা তুঙ্গে। পকিস্তানের আহমেদ শাহজাদ বিরাট কোহলির বিরাট অনুরাগী। শাহজাদকে কেউ কেউ আবার পাকিস্তানের কোহলিও মনে করেন। ভারতের টেস্ট দলের মানসিকতার পরিবর্তন ও জয়ের প্রবল খিদের জন্য কোহলিকেই কৃতিত্ব দিলেন শাহজাদ। সম্প্রতি শাহজাদ সংবাদমাধ্যমে জানিয়েছেন আমাদের একে অন্যের প্রতি শ্রদ্ধা আছে।
আমার যখনই কোনো পরামর্শের প্রয়োজন পড়েছে, তিনি আমায় সাহায্য করেছেন। আমি সত্যিই তাকে ক্রিকেটার হিসেবে শ্রদ্ধা করি। উনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। যেভাবে নিজেকে পাল্টেছেন , তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এত দ্রুত নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে কাউকে দেখিনি। আমার মনে হয় তার সেরাটা এখনো দেওয়া বাকি। ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসেবে দলকে আইসিসি টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থানে পৌঁছেছেন। অস্ট্রেলিয়াতে সিরিজ জিতিয়েছেন। ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দলকে তোলেন তিনি। অন্যদিকে, আহমেদ শাহজাদ ২০১৯ সালে শেষবার পাকিস্তানের হয়ে খেলেছিলেন।