মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু, নির্ধারিত সময়ে লড়াই চলছে সমানে সমানে

0

Last Updated on March 18, 2023 9:49 PM by Khabar365Din

মোহনবাগান: ২ (পেত্রাতস ১৪’,৮৫)
বেঙ্গালুরু: (সুনীল ৪৫, ), (রয় কৃষ্ণ ৭৯.৩০)

৩৬৫ দিন। প্রস্তুতি সারা ছিল। টগবগ করে ফুটতে থাকা মোহনবাগান, মাঠভর্তি সবুজ মেরুন দর্শক, স্বয়ং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নিজে পৌঁছে গিয়েছেন বাংলার একমাত্র প্রতিনিধি মোহন বাগানকে উৎসাহ দেওয়ার জন্য। ভারত সেরা হওয়ার লড়াই কিন্তু জমে উঠেছে। ঠিক যেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চ। একবার বেঙ্গালুরুর দিকে ঝুঁকছে তো একবার মোহনবাগানের দিকে। নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল ২:২ দুই। ম্যাচের ১৮ মিনিটে বক্সের মধ্যে হ্যান্ডবল করে ফেলে রয় কৃষ্ণ। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিতে সময় নেয়নি ঠাণ্ডা মাথার পেত্রাতাস। প্রথমার্ধের শেষ মুহূর্তে বক্সে শুভাশিসের বোকার মত ফাউলে পেনাল্টি পায় বেঙ্গালুরু। সুনীল কোনও ভুল করেননি। ঠাণ্ডা মাথায় গোলকিপারকে ডানদিকে ফেলে বা দিকের নেটে বল রাখলেন। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত আক্রমণে যাচ্ছিল বাগান। কিন্তু প্রতি আক্রমণে বক্সে ভাসানো বলে মোহনবাগানের বক্সে অরক্ষিত রয় কৃষ্ণ ম্যাচের ৭৯ মিনিটে গোল করে গেলেন। শেষ কামড়ে মরিয়া বাগান তখন বেঙ্গালুরু বক্সে ঝড় তুলেছে। বিশ্রী ফাউল করে ফেলল ব্যাঙ্গালুরু ডিফেন্স। আবার পেনাল্টি,আবার পেত্রাতস। দুর্দান্ত রাখলেন গোলে। অতিরিক্ত সময় পর্যন্ত সমান সমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here