Last Updated on March 21, 2023 7:22 PM by Khabar365Din
নয়াদিল্লি: প্যারিস ওলিম্পিকসকে সামনে রেখে তুরস্কের গ্লোরিয়া স্পোর্টস এরিনাতে লম্বা ট্রেনিংয়ে যাচ্ছেন নীরজ চোপড়া। যা চলবে ৬১ দিন ধরে। টোকিও গেমসে জ্যাভলিনে ঐতিহাসিক সোনাজয়ী তারকার যাবতীয় খরচ বহন করবে ‘টার্গেট ওলিম্পিকস পোডিয়াম স্কিম’। ২৫ বছর বয়সি নীরজ এই মর্মে আবেদন করেছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের কাছে। গত ১৬ মার্চ সেই আবেদন মঞ্জুর হয়। ১ এপ্রিল তুরস্কে রওনা হবেন পানিপতের নায়ক। সেখানে প্রস্তুতি চলবে ৩১ মে পর্যন্ত। এবছর রয়েছে ডায়মন্ড লিগ ও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই দুই ইভেন্টে ভালো পারফরর্ম করে মনোবল বাড়িয়ে নিতে চাইছেন নীরজ।
ওলিম্পিকসে ৮০০ মিটারে দু’বারের সোনাজয়ী কেনিয়ান দৌড়বিদ ডেভিড রুদিশা মনে করছেন, প্যারিসে নীরজের কাজটা মোটেই সহজ হবে না। তিনি বলেছেন, ‘টানা দুই ওলিম্পিকসে সোনা জিততে গেলে আট বছর ধরে কঠোর পরিশ্রম করতে হয়। অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, নীরজের কাজটা কঠিন হ অসম্ভব নয়। তবে টোকিও গেমসের আগে যেভাবে অনুশীলন করেছিল, সেভাবে চালিয়ে গেলে ফের সোনা জিততে পারে।’