Last Updated on July 15, 2021 9:33 AM by Khabar365Din
৩৬৫ দিন। ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেট টিমের আতঙ্ক ছড়াল করোনা। ভারতীয় ক্রিকেট টিমের এক ফাস্ট বোলার করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ হওয়ার পর ২০ দিনের ছুটিতে বায়ো বাবলের কড়া বিধিনিষেধ থেকে মুক্তি দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। ইউরো ফাইনাল থেকে উইম্বলডনের সেন্টার কোর্টে খেলা দেখে সময় কাটাতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। সেই অবাধ বিচরণই কাল হয়ে দাঁড়াল।