Last Updated on July 19, 2022 7:48 PM by Khabar365Din
৩৬৫দিন। শ্রীলঙ্কার রাজনৈতিক অশান্তির কেন্দ্র বিন্দু এখন রাজধানী শহর কলম্বো, দেশের রাষ্ট্রপতি পালিয়ে যাওয়ায় রাজধানী এখন আন্দোলনকারীদের দখলে। এরকম টালমাটাল অবস্থায় কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট আয়োজন করা উচিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
গলে সরিয়ে নিয়ে যাওয়া হলো ম্যাচ। শেষ কয়েক সপ্তাহে গলে এই নিয়ে চতুর্থ টেস্ট ম্যাচ হতে চলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে একটি এবং ভবিষ্যতে আরেকটি হতে চলেছে। ২৪ সে জুলাই থেকে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ শুরু হবে।