IND VS PAK: ভারতের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে পাকিস্তান!

0

Last Updated on March 21, 2023 7:44 PM by Khabar365Din

দুবাই: তিনি যুক্তি ছাড়া কথা বলতে ভালোবাসেন না। শোয়েব আখতারের মতো হাওয়ায় কথা বলতে তার পছন্দ নয়। সেই ওয়াসিম আক্রম মনে করেন ভারতের মাটিতে হতে চলা একদিনের বিশ্বকাপে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল। দলটার ভেতর যথেষ্ট মসলা আছে। সিনিয়ার জুনিয়র কম্বিনেশন ভাল। ড্রেসিংরুম পরিবেশ ভাল থাকলে স্বপ্ন সফল হতেই পারে বাবরদের। দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে এই আসর। এবার চ্যাম্পিয়ন হবে কোন দল? তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখন থেকেই।পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম বাজি ধরছেন নিজের দেশের পক্ষেই। তার ভবিষ্যদ্বাণী, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে বাবর আজমের পাকিস্তান। কী কারণে চ্যাম্পিয়ন হবে, সেই ব্যাখ্যাও তুলে ধরেছেন ‘সুলতান অব সুইং’খ্যাত সাবেক গতি তারকা। চলতি বছর প্রথমবারের মতো পুরো বিশ্বকাপ আয়োজন করবে ভারত। এর আগে ২০১১ সালে ভারত বিশ্বকাপের আয়োজক থাকলেও সেবার সহ-আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।


২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত। পাকিস্তানও সেই বিশ্বকাপে সেমিফাইনাল খেলে। আরও একবার যখন ভারতে বিশ্বকাপের আসর, স্বাগতিকরা তো থাকছেই, পাকিস্তানকেও শিরোপা জয়ের দাবিদার মনে করছেন ওয়াসিম আক্রম। স্পোর্টস তাক’ অনুষ্ঠানে ওয়াসিম আকরামের কাছে জানতে চাওয়া হয়েছিল, পাকিস্তান এবার বিশ্বকাপ জিততে পারে কিনা? জবাবে ওয়াসিম বলেন, অবশ্যই, আমি তাদের পক্ষে বাজি ধরব। দুই দলই ভারত এবং পাকিস্তান দারুণ। তবে আমাদের অধিনায়ক গ্রেট খেলোয়াড় এবং আমাদের বিশ্বের অন্যতম সেরা ফাস্ট-বোলিং লাইনআপ আছে। ওয়াসিম আরও উল্লেখ করে বলেছেন যে, ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি এখন ব্যাটার হিসাবেও ভাল খেলছেন। এটা পাকিস্তানকে উপকৃত করবে। শাহিন আফ্রিদিই পাকিস্তানের ট্রাম্পকার্ড হতে পারেন, মনে করছেন আক্রম। শাহিন আফ্রিদি এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন। দ্বিতীয়বারের মতো পিএসএলে দলকে চ্যাম্পিয়ন করেছে সে। অলরাউন্ডার হিসেবে তার অনেক উন্নতি হয়েছে। সে ছাড়াও দলে আছে হারিস রউফ ও নাসিম শাহ। আছে মহম্মদ হাসনাইন। আক্রম মনে করেন পাকিস্তান ভারতে গেলে তাদের মধ্যে আলাদা একটা প্রমাণ করার নেশা কাজ করবে। নিজেদের সবদিক থেকে উজাড় করে দেওয়ার মোটিভেশন থাকবে। ভারতের সঙ্গে লড়াইটা অবশ্যই আলাদা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here