Last Updated on September 18, 2021 11:26 PM by Khabar365Din
৩৬৫ দিন। সাও পাওলো: তিন দিন আগেই বাড়ি ফেরা পেলেকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হটাৎ আজ তিনি অসুস্থ হয়ে পড়েন।ব্রাজিলের ফুটবল কিংবদন্তিকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ফের ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তেই রাখা হয়েছে এবং ৫ জন ডাক্তারের একটি টিম তাঁর ওপর নজর রাখছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। পেলের মেয়ে কেলি ন্যাসিমেন্টো জানিয়েছেন, মূলত শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে বৃহস্পতিবার সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ফের ভর্তি করা হয়েছিল বাবাকে। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেও জানানো হয়েছে। পেলেকে সেমি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। কিংবদন্তি ফুটবলারের শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন সাও পাওলো হাসপাতালের ডাক্তাররা। গত ৩১ অগাস্ট রুটিন মেনে কার্ডিওভাসকুলার ও অন্যান্য শারীরিক পরীক্ষা করতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। চেক আপের সময়ে তাঁর কোলনে টিউমার ধরা পড়েছিল। প্যাথোলজিক্যাল টেস্টের পর এ ব্যাপারে চিকিৎসকদের সন্দেহের অবসান হয়েছিল।
আরও কিছু পরীক্ষা নীরিক্ষার পর পেলের কোলনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন সাও পাওলো হাসপাতালের ডাক্তাররা। গত ৪ সেপ্টেম্বর পেলের শরীর থেকে টিউমারটি কেটে বের করে আনা হয়েছিল। অস্ত্রোপচার সফল হয়েছে বলে কিংবদন্তি ফুটবলারের পরিবারের তরফে জানানো হয়েছে। নিজে বার্তা লিখেও সে কথা জানিয়েছিলেন ব্রাজিল ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। অস্ত্রোপচারের প্রাথমিকভাবে পেলেকে আইসিইউ থেকে বের করে আনা হলেও পরে একই বিভাগে ফের তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল। বুধবার পেলেকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছিল। বাড়ি ফিরেই স্বমহিমায় অবতীর্ণ হয়ে ফ্যানদের আশ্বস্ত করেছিলেন ব্রাজিলের ফুটবল গ্রেট। সোশ্যাল মিডিয়ায় নিজের হাসিমুখের ছবি পোস্ট করে ফুটবল প্রেমীদের মনে বল জুগিয়েছিলেন ৮০ বছরের পেলে। বলেছিলেন যে জীবন যুদ্ধের ম্যাচে গোটা ৯০ মিনিট খেলে অতিরিক্ত সময়েও তিনি মাঠে নামতে চান। ব্রাজিলের হয়ে ৯১টি ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন কিংবদন্তি। বেশ কয়েক বছর ধরেই বয়সজনিত অসুস্থতায় ভোগা ৮০ বছরের পেলের মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছিল ২০১৫ সালে। কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়েও বেশ কয়েকবার হাসপাতাল ভর্তি হতে হয়েছিলেন কিংবদন্তি ফুটবলারকে।