Karim Benzema: এবার রিয়াল মাদ্রিদ ছাড়ার পথে বেঞ্জেমা

0

Last Updated on June 4, 2023 8:00 PM by Khabar365Din

এই মরশুমের শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করতে পারেন করিম বেঞ্জেমা।প্রাক্তন সতীর্থ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতন সৌদি আরবে পারি দিতে পারেন তিনি। ৩৫ বছরের স্ট্রাইকারের সঙ্গে সৌদির ক্লাব আল এতিহাদের কর্তাদের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। বলা হচ্ছে, বেঞ্জেমার সেই ক্লাবে সই করাটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।এর থেকে স্পষ্ট যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখানো পথ ধরেই কেরিয়ারে এগোতে চান তিনি।আল এতিহাদে গেলে তাঁর বার্ষিক আয় প্রায় ৮৮৩ কোটি টাকা হতে পারে। যদিও রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ এই ব‌্যাপারে এখনো কোনো মন্তব‌্য করেনি।

বেঞ্জেমা নিজেও কিছু দিন আগে একটি ইন্টারভিউ তে বলেছিলেন যে এখনই তিনি নিজের ভবিষৎ নিয়ে কোনো কথা বলতে আগ্রহী নন।তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়, রিয়াল মাদ্রিদ তার ক্লাব।তিনি এও বলেন যে ‘নেট দুনিয়া আর বাস্তব দুনিয়া এক নয়।’ ক্লাব এবং খেলোয়াড়ের পক্ষ থেকে কিছু বলা না হলেও আশা করা হচ্ছে যে এই জল্পনা সত্যি।কারণ বেঞ্জেমার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই পরের মরশুমের জন্য স্ট্রাইকার খুঁজতে নেমেছে রিয়াল মাদ্রিদ।ট্রান্সফার ভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাহেজের সংবাদ অনুযায়ী চেলসির জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজকে চায় রিয়াল মাদ্রিদ।শনিবার ২০২২-২৩ লা লিগায় শেষ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি রিয়ালে করিম বেঞ্জেমার শেষ ম্যাচ কি না, এ নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে।