৩৬৫ দিন। বাংলা থেকে ফুটবলার তুলে আনার জন্য শুরু হল অভিনব উদ্যোগ। যে প্রকল্পের সঙ্গে জড়িয়ে এক কিংবদন্তির নাম রোনাল্ডিনহো।
রাজারহাটে মার্লিন রাইজে পথ চলা শুরু করল ব্রাজিলের কিংবদন্তির অ্যাকাডেমি। শুক্রবার আর টেন অ্যাকাডেমির শিবিরের প্রথম দিন মুক্তি রিহ্যাবিলিটেশন সেন্টারের উঠতি ফুটবলারদের হাতে ফুটবলের সরঞ্জাম তুলে দিলেন বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। যিনি কলকাতায় রোনাল্ডিনহো অ্যাকাডেমির সহকারী কোচও।