রোনাল্ডোর গোপন ব্রেসলেট এবং আংটির রহস্য জানেন?

0

Last Updated on February 21, 2023 8:27 PM by Khabar365Din

৩৬৫ দিন। ৩৮ বছর বয়সী পর্তুগিজ স্ট্রাইকার সৌদি লীগে ইতিমধ্যেই তার প্রভাব ফেলেছেন। শুধু তাই নয়, তার প্রভাবে দলের মধ্যে ফিটনেস বজায় রাখার হিড়িক লেগেছে। ইউরোপ থেকে আসা রোনাল্ডোর ফিটনেস গেজেট দেখে হতবাক আল নাসেরের সতীর্থরা। বিশ্বকাপ চলাকালীন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিস্ময়কর ট্রান্সফার নজর কেড়ে নিয়েছিল বিশ্বের। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তিনি চলে গেলেন সৌদি আরবে। এমনকি লীগ শুরু হওয়ার পরেও রোনাল্ডোর পারফরমেন্স নিয়ে উঠছিল নানান প্রশ্ন। সবাইকে চুপ করে দিলেন এক ম্যাচে চার গোল করে। শেষ তিন ম্যাচে তার পাঁচটি গোল এবং দুটি অ্যাসিস্ট। যে বয়সে প্লেয়াররা খেলা ছেড়ে দেন সেই বয়সে, গোটা মাঠ দৌড়ে বেড়াচ্ছেন রোনাল্ডো। ৩৮ বছর বয়সে এই দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য লুকিয়ে আছে তার ফিটনেসে। চিরকালই রোনাল্ডো ফিটনেসের শিখরে থাকতে পছন্দ করেন। তার গতি, গোলার মত শট, অস্বাভাবিক হেডার – ইত্যাদি অসম্ভব যদি তার ফিটনেস তাকে সমর্থ করে তুলতো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শরীরচর্চা এবং অধ্যাবসায় দেখে হতবাক তার সৌদি লীগের সতীর্থরা। তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে গোটা দল। তরুণ প্লেয়াররা যারা ভবিষ্যতে ইউরোপের খেলার স্বপ্ন দেখেন, তারা পাচ্ছেন দুর্দান্ত এক রোল মডেল।


এই কথাই বললেন আল নাসেরের পুষ্টিবিদ হোসে ব্লেসা, যদি ক্লাবের বাকি প্লেয়ারদের ফিটনেসের উন্নতি দেখে অত্যন্ত খুশি, “যেদিন থেকে রোনাল্ডো এখানে এসেছেন, সমস্ত প্লেয়াররা কঠোর অনুশীলন করছেন এবং একটি কঠোর ডায়েট অনুসরণ করছেন।আমি এমন একটিও ক্লাব দেখিনি যেখানে যাদের শারীরিক গঠনে ৯০% উন্নতি: তাদের কম চর্বি, বেশি পেশী ক্ষমতা এবং তারা তাদের নখদর্পণে সমস্ত ব্যায়াম। সেখানে কাজ করা একটি বিলাসিতা বলে মনে করি।”
রোনাল্ডো হাতে পড়েন একটি ব্রেসলেট এবং আংটি। না কোনো ধার্মিক কারণে নয়, এগুলো তার ফিটনেস গেজেট। আংটিতে মাপা হয় তার সারাদিনের ঘুমের সময়। এটি বুঝতে পারে তিনি কতক্ষন জেগে, কতক্ষন ঘুমিয়ে। শুধু তাই নয় তার রক্তচাপ, পালস ইত্যাদির ট্র্যাক রাখে।
ব্লেসা এটিও বললেন যে রোনাল্ডো অনুশীলনে সবার আগে ঢোকেন এবং বেরোনও সবার পরেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here