Shubhman Gill: শুভমনের হাল কাম্বলির মতো না হয়! তরুণ তারকাকে সতর্কবার্তা কপিলের

0

Last Updated on May 28, 2023 8:10 PM by Khabar365Din

দিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএল, গত একটা বছর দুর্দান্ত ছন্দে রয়েছেন শুভমন গিল। আর এবারের আইপিএলে একেবারে ভিন্ন মেজাজে তিনি। যেমন ইচ্ছে তেমন খেলছেন। শাসন করছেন বোলারদের। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৮৫১ রান করেছেন শুভমন। আরও একটি ম্যাচ খেলা বাকি রয়েছে তাঁর। কপিল দেব অবশ্য এখনই গিলকে গ্রেট তকমা দিতে নারাজ। সাবধানে মন্তব্য করেছেন কপিল। কপিল বলেন, আরও একটা মরসুম এই ভাবে খেলতে হবে। তার পরেই ওকে আগামী দিনের সানি, সচিন, বিরাট বলা যাবে। বোলাররা এক, দুটো মরসুম সময় নেবে ওর দুর্বলতা বার করতে। কিন্তু পর পর তিন, চার মরসুম এই ভাবে খেললে শুভমনকে বড় ক্রিকেটার বলা যাবে। শুভমন এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। এটা কত দিন ধরে রাখতে পারে সেটা দেখতে হবে।

এক সময় ওর খারাপ সময় আসবে, তখন ও কী ভাবে সেটা সামলায় সেটা দেখার। সূর্যকুমার যাদব ভাল খেলছিল। তার পর শূন্য করল টানা তিনটে ম্যাচে। আবার রানে ফিরে এসেছে ও। এই ধরনের ক্রিকেটারকে বাড়তি নম্বর দিতে হবে। তাই আমি খুব আগ্রহ নিয়ে থাকব শুভমনকে ওই সময় দেখার জন্য। ওর হাতে প্রচুর শট আছে। বিনোদ কাম্বলি ভারতীয় ক্রিকেটে এমন এক জন উদাহরণ যিনি প্রচুর প্রতিভা নিয়ে এসেও সফল হতে পারেননি। কপিল বলেন, আমাকে ভুল ভাববেন না। শুভমনের প্রতিভা নিয়ে আমার মনে কোনও প্রশ্ন নেই। কিন্তু কোনও তুলনা না করেই বলছি বিনোদ কাম্বলির কথা। আন্তর্জাতিক ক্রিকেটে শুভমনের থেকেও ভাল শুরু করেছিল কাম্বলি। শুভমনের সামনে এখন প্রশ্ন ও এই সাফল্য কী ভাবে সামলায়। যে ভাবে ওকে নিয়ে আলোচনা হচ্ছে, প্রচার হচ্ছে, তাতে এই অল্প বয়সে ও ভেসে যায় কি না? গিল অবশ্য নিজের মাথা ঠাণ্ডা রাখতে পারলে এবং খিদে ধরে রাখতে পারলে গ্রেট হওয়ার ক্ষমতা রাখেন মেনে নিচ্ছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক।