Virat Kohli: বিরাট কোহলি এক ও একমাত্র ক্রিকেটের রাজা : মহম্মদ আমির

0

Last Updated on May 21, 2023 1:31 PM by Khabar365Din

৩৬৫ দিন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে আইপিএল কেরিয়ারের ষষ্ঠ শতরান করেছেন বিরাট কোহলি। আইপিএলে সর্বাধিক সংখ্যক শতরানের নিরিখে ক্যারিবিয়ান ক্রিস গেইলকে ছুঁয়ে ফেলেছেন কিং কোহলি। ১২ টি চার ও চারটি ছয়ের দৌলতে ৬৩ বলে ১০০ রান করেন কোহলি। এবারের আইপিএলে পুরোনো ভিন্টেজ কোহলিকে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে টি-২০ খেলার তার যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তুলেছিলো, সব সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। কোহলি সেঞ্চুরি পূর্ণ করতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা আসতে থাকে। বাদ যায়নি পাকিস্তানও। পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার মহম্মদ আমির বরাবরই কিং কোহলির অনুরাগী।

আগেও একাধিকবার কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আমির। এবার কোহলিকে রাজা বলে সম্বোধন করলেন তিনি। আইপিএল কেরিয়ারের কোহলির ষষ্ঠ শতরানের ইনিংস দেখার পর আমির টুইটে লেখেন, ‘ কি ইনিংস খেললেন এক ও একমাত্র সত্যিকারের রাজা, বিরাট কোহলি, অভিবাদন গ্রহণ করুন।’ এবারের আইপিএলে ১৩৬ এর কাছাকাছি স্ট্রাইক রেটে ৪৫ এর কাছাকাছি ব্যাটিং গড়ে ১৩ ম্যাচে ৫৩৮ রান করেছেন কোহলি। এর মধ্যে একটি শতরান ও ৬ টি অর্ধশত রান রয়েছে। চলতি আইপিএলে কোহলি এখনো পর্যন্ত পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক। দীর্ঘদিন বড় রানের মধ্যে ছিলেন না কোহলি। গত বছরের এশিয়া কাপ থেকে ছন্দে ফিরেছেন বিরাট।

এশিয়া কাপে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। টি -২০ বিশ্বকাপেও তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এশিয়া কাপ থেকে ভারতের হয়ে প্রত্যেক টুর্ণামেন্টেই রান করেছেন তিনি। বিরাট কোহলির ছন্দে থাকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে দারুন রেকর্ড কিং কোহলির। বিরাট কোহলি এখনো পর্যন্ত সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ ইনিংসে ৬০ এর উপর ব্যাটিং গড়ে ১ হাজার ২৪ রান করেছেন।

স্ট্রাইক রেট ১০৭ এর উপর। ২০১২ সালের এশিয়া কাপে ও ২০১৫ এর একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন তিনি। ২০১৯ একদিনের বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ রান করেন তিনি। সম্প্ৰতি অস্ট্রেলিয়ায় আয়োজিত টি -২০ বিশ্বকাপে একা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারতকে জেতান কোহলি। পকিস্তানের বিরুদ্ধে তার রেকর্ড ওয়াসিম আক্রম, শোয়েব আখতারদের কোহলির প্রশংসা করতে বাধ্য করে। একদিনের বিশ্বকাপে তার পারফরম্যান্স নজরকারা। ২০১১,২০১৫ ও ২০১৯ এই তিনটি বিশ্বকাপ মিলিয়ে কোহলি ২৬ টি ইনিংসে প্রায় ৪৭ ব্যাটিং গড়ে ১ হাজার ৩০ রান করেছেন। এর মধ্যে ২ টি শতরান ও ৬ টি অর্ধশতরান রয়েছে। ফলে তৃতীয় বারের জন্য ভারতকে বিশ্বসেরা হতে হলে কোহলিই যে মেন ইন ব্লুর বাজি তা বলার অপেক্ষা রাখে না।