Last Updated on June 2, 2023 9:20 PM by Khabar365Din
মুম্বই: ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির অবদান ক্রিকেটার হিসেবে যেমন, তার অধিনায়ক থাকার সময় এমনটাই ছিল ক্যাপ্টেন হিসেবে। বিশেষ করে ফিটনেস নিয়ে প্রচন্ড সিরিয়াস ছিলেন বিরাট। কোহলির অধিনায়ক থাকার সময় ইও ইও টেস্ট করা হত ভারতীয় দলে। সেখানে সবচেয়ে কম ১৬.৯ স্কোর পর্যন্ত ক্রিকেটারদের দলে থাকার অনুমতি ছিল। বিরাট নিজে স্কোর করেছিলেন ১৯। কিন্তু অদ্ভুত হলেও সত্যি বিরাট কোহলির থেকেও ফিটনেস টেস্টে এগিয়েছিলেন দুজন ভারতীয় ক্রিকেটার। একজন মনিশ পান্ডে। অন্যজন মায়ানক ডাগর। পান্ডের ইও ইও পরীক্ষার নম্বর ছিল ১৯.২। তবে সবচেয়ে বেশি নম্বর ছিল ডাগরের। ১৯.৩।
বিরাট কোহলি শুধু ভারতীয় ক্রিকেট দলের নয়, গোটা ভারতেই থাকে ফিটনেস আইকন মনে করা হয়। তিনি কতটা ফিট সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এই বয়সে ২৫ বছরের ক্রিকেটারদের চ্যালেঞ্জ জানাতে পারেন। কিন্তু আবার এটাও ঠিক ক্রিকেটে ফিটনেস যেমন প্রয়োজন, তেমন ফিটনেস শেষ কথা এমন নয়। না হলে বিরাট কোহলির থেকে ফিট হয়েও মনিশ পান্ডে এবং ডাগর ক্রিকেটার হিসেবে সেই পর্যায়ে পৌঁছতে পারেননি। অর্থাৎ এটা প্রমাণিত ক্রিকেটে বিশেষ করে আধুনিক ক্রিকেটে ফিটনেস অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলেও স্কিল শেষ কথা। না হলে মাঝারি মানের ফিটনেস নিয়ে সেহওয়াগ, সচিন, সৌরভরা দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট খেলে গেলেন কি করে? তবে বিরাট কোহলির থেকেও দুজন ক্রিকেটার ভারতে ফিট আছেন এটা হয়তো অনেকেই জানতেন না।