Last Updated on January 16, 2022 12:15 AM by Khabar365Din
৩৬৫ দিন। জোহানেসবার্গ। অসম্ভব চাপের কাছে পারলেন না, এবার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি টেস্ট অধিনায়কের ইনিংস শেষ বিরাটের কেপটাউন প্রত্যাশিত ছিল, শুধু প্রশ্ন ছিল কখন? অবশেষে শনিবার বিরাট কোহলির টেস্ট অধিনায়কের ইনিংস শেষ হল। টুইট করে বিরাট লিখলেন, অধিনায়কত্ব থেকে বিদায়। গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে পরাজয়ের পরেই এই সিদ্ধান্ত বলে অনেকে মনে করলেও, আদপে তা নয়। শেষ কবে শতরান করেছেন বিরাট, তা খুঁজতে গেলে গুগলের সাহায্য লাগে। বছরে ২২৯ কোটি টাকার এন্ডোর্সমেন্ট করা বিরাটের ব্যাটে রানের খরা থাকলেও, শাস্ত্রী ও তাঁর যুগলবন্দী দাপিয়ে রাজত্ব করে গিয়েছে বিগত কয়েক বছর।
ভারতীয় ক্রিকেটে ধূমকেতুর মত উত্থান, প্রচুর প্রত্যাশা, সাফল্যের শিখরের ঔদ্ধত্য, সিনিয়রদের ডোন্ট কেয়ার মনোভাব,আর রাউডি বড়ি ল্যাঙ্গুয়েজের জন্য তরুণ প্রজন্ম ও একই সঙ্গে বিজ্ঞাপন সংস্থার ব্লু আইড বয় হয়ে ওঠা কোহলি বুঝতেই পারেননি, কখন তাঁর ব্যাটিং প্রাচীরে থাকা সুক্ষ চিড় কখন বিরাট ফাঁটলে পরিণত হয়েছে। গত তিন বছর ধরে দু ডজন ইনিংসে ব্যর্থ হওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের গত কয়েক মাস ধরে চাপানউতোর চলছিল তাতে কোন সন্দেহ নেই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এর সঙ্গে বিরাট কোহলির অঘোষিত লড়াই অজানা ছিল না। তবে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের জন্য টেস্ট সিরিজ জিতে জবাব দেওয়ার। সেটা পারলেন না বিরাট কোহলি। হয়তো সে কারণেই আগে থেকে সিদ্ধান্ত ঠিক করে রেখেছিলেন।টি-টোয়েন্টির পর এ বার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে গেলেন বিরাট কোহলী। শনিবার টুইটারে পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি।