পরপর তেজস্বী,অখিলেশ,উদ্ধব
শিবসেনা প্রার্থী দেবে না
মমতাকে সমর্থন করছে

0

Last Updated on March 4, 2021 9:41 PM by Khabar365Din

৩৬৫ দিন। মুম্বই। গোটা দেশে ভাজপা বিরোধী লড়াইতে সবথেকে গ্রহণযোগ্য নেতৃত্ব দিতে পারেন বাংলার বাঘিনী মমতা। তাই বাংলার আগামী বিধানসভা নির্বাচনে ভাজপা বিরোধী একটি ভোট যাতে ভাগাভাগি না হয় তার জন্য শিবসেনার নিঃশর্ত সমর্থন জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এভাবেই মমতা তথা তৃণমূলের পাশে দাড়িয়ে বাংলার নির্বাচনে প্রার্থী না দিয়ে ভাজপা বিরোধী ভোট ঐক্যবদ্ধ করার কথা ঘোষণা করলেন শিবসেনার রাজ্যসভার সংসদ তথা জাতীয় মুখপাত্র সঞ্জয় রাউত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পরে দলের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত লিখিত বিবৃতিতে জানিয়েছেন, মাননীয় উদ্ধব ঠাকরে সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছে বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে না শিবসেনা। কারণ ভাজপা তিনটে এম ফ্যাক্টরের ওপরে ভর করে মমতার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে – মানি, মাশল পাওয়ার বা পেশিশক্তি এবং মিডিয়া বা নিজেদের পেটোয়া সংবাদ মাধ্যম। আমাদের দৃঢ় বিশ্বাস ভাজপার বিরুদ্ধে লড়াইতে সবথেকে গ্রহণযোগ্য নেত্রী হিসেবে বাংলার বাঘিনী মমতা নির্বাচনের পরেও জয়ের গর্জন ছাড়বেন। প্রসঙ্গত সর্বভারতীয় স্তরে গত লোকসভা নির্বাচনে ভাজপা বিরোধী আঞ্চলিক শক্তিগুলির যে মহাজোট বা কনক্লেভ বিভিন্ন কারণে ভাজপাকে হারাতে ব্যর্থ হয়েছিল, বাংলা সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সেই ভাজপা বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দলগুলির কনক্লেভ ফের একবার মমতাকে কেন্দ্র করে আসরে নামার প্রস্তুতি শুরু করে দিল। চলতি সপ্তাহেই ভাজপা বিরোধী লড়াইতে বাংলা বিধানসভা নির্বাচনে মমতাকে নিঃশর্ত সমর্থন জানানোর কথা ঘোষণা করেছিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তার ঠিক পরেই কলকাতায় এসে মমতা এবং অভিষেকের সঙ্গে বৈঠক করে তৃণমূলের প্রতি এবং মমতার প্রতি নিঃশর্ত সমর্থন জানান আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ভুলে গেলে চলবে না উত্তর প্রদেশ এবং বিহারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সঙ্গে নিয়ে হার স্বীকার করতে হয়েছে এই দুই দলকেই। তাই এবারে কংগ্রেস যেখানে ভাজপা কি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তৃণমূলের বিরুদ্ধাচরণ করে বামেদের পাশাপাশি ভাইজানের দলের সঙ্গে হাত মিলিয়েছে, সেখানে সর্বভারতীয় ক্ষেত্রে ভাজপার পরেই শত্রু হিসেবে উঠে আসছে কংগ্রেসের নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here