Last Updated on January 22, 2021 10:11 PM by Khabar365Din
৩৬৫ দিন। গুটি গুটি পায়ে প্রত্যাশিতভাবেই ভাজপার দিকে পা বাড়ালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন রাজীব।১০ বছর মন্ত্রী থাকার পর এদিন সোশ্যাল মিডিয়ায় মন্ত্রিসভা থেকে ইস্তফা পত্র তুলে ধরেন রাজীব। এবং এরপরেই রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ভাজপাতে যাওয়ার সলতে পাকানোর কাজ শুরু করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। একটানা মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থেকেছেন তিনি এবং শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই একই সুরে গাইতে শুরু করেন রাজীব। তার সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু ক্রমাগত দলের ওপর চাপ বাড়ানোর কাজ চালিয়ে গিয়েছেন রাজীব। নব্য বিজেপি শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুসরণ করে রাজীব বলেছেন, স্বাধীনভাবে কাজ করতে চান তিনি। প্রথমবার বিধায়ক হওয়ার পরেই মুখ্যমন্ত্রী তাকে গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রিত্ব দেওয়ার পরও নাকি রাজীব বন্দ্যোপাধ্যায় কাজ করতে পারছিলেন না। সম্প্রতি ফেসবুক লাইভে, বিরোধীদের সুরেই রাজ্যের সমালোচনায় সরব হন রাজীব বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় রাজীব সেদিন বলেছেন, রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, কাজের সুযোগ পাচ্ছে না। তাদের কাজের সুযোগ করে দেবেন তিনি। রাজীবের ফেসবুক লাইভ এর কড়া সমালোচনা করেন ফিরহাদ হাকিম। পার্থ চট্টোপাধ্যায় এর পাশাপাশি একাধিক বার ফিরহাদ হাকিমও রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করে দলের বৈঠকে উপস্থিত থাকার আবেদন জানান। কিন্তু মন্ত্রিসভার বৈঠকের মতই, দলের কোনো বৈঠকেই উপস্থিত হননি রাজীব বন্দ্যোপাধ্যায়। অথচ অনুপস্থিতির কারণ হিসেবে, রাজীবের যুক্তি ছিল তিনি অসুস্থ। গতকাল বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকেও অনুপস্থিত ছিলেন তিনি। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এটা প্রত্যাশিত ছিল।