কেন্দ্রীয় ভাজপা নেতৃত্বের উদ্যোগে ২ বেসরকারি সমীক্ষা রিপাের্ট, বাংলায় ভাজপা বড়জোর ৮০

0

Last Updated on February 13, 2021 10:47 PM by Khabar365Din

ইন্দ্রনীল সাহা


৩৬৫দিন। ভরসা নেই বাংলা ভাজপা নেতৃত্বের ওপর। তাই বিধানসভা ভােটের আগেই বেসরকারি সমীক্ষার ওপরই ভরসা করছে অমিত শাহরা। কয়েকদিনের মধ্যেই জারি হবে আগামী বিধানসভা নিবার্চনের নির্ঘন্ট। তার আগেই গত জানুয়ারি মাস থেকে অমিত শাহ , বিল সন্তোষ ও কৈলাশ বিজয়বর্গীয় বেসরকারি সংস্থার কাধে বাংলার ভােটের ফলাফলের রিপোর্ট তৈরি করার বরাদ্দ দেওয়া হয়। সেইমতাে ইতিমধ্যেই দুটি সমীক্ষার রিপাের্ট ভাজপা নেতাদের হাতে এসেছে। যদি সেই রিপাের্টের ফলাফল একেবারেই দিলীপ ঘােষদের পক্ষে সুখকর নয়। অমিত শাহ ও কৈলাশের নির্দেশে করানাে বেসরকারি দুটি রির্পোটেই বাংলায় ভাজপা কোনও মতেই ৮০ এর ওপরে আসনে দঝখল করতে পারবে নহজা। যদিও দিল্লির সাংগঠনিক নেতা বি এল সন্তোষের তরফে যে সমীক্ষা করানাে হচ্ছে তার রিপাের্ট এখনও পাওয়া যায়নি। সূত্রের খবর, বাংলার ভােটের ফলাফল নিয়ে এতটাই চিন্তিত কেন্দ্রীয় নেতৃত্ব যে বাংলা ভাজপার কোর কমিটির সদস্যদের বৈঠকে ডেকে তাদের ভােট নিয়ে মতামতও নিচ্ছে কেন্দ্রীয় নেতারা। যদিও কোনও নেতাই আপাতত ৮০ এর ওপরে আসন বিজেপির খাতায় দেয়নি। যার জেরেব বেজায় দিল্লির নেতারা। এ বিষয়ে ভাজাের বাংলার এক নেতা যিনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক তাঁর কথায়, বাংলায় এখ নই যে ক্ষমতায় আসা সম্ভব নয়, তা দিল্লি নেতাদের সমীক্ষাতেই স্পষ্ট হচ্ছে। তবে সেই রিপোর্ট নিয়ে প্রকাশে কিছু বলা সম্ভব নয়। প্রসঙ্গত, নিবার্চনের আগে দিল্লি নেতৃত্ব বেসরকারি সংস্থাকে দিয়ে ভােটের সমীক্ষা করিয়ে থাকে, গত লােকসভা নিবার্চনের ভালাে ফলাফলের ইঙ্গিত দিলেও এবার সেই ইঙ্গিত মিলছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here