Last Updated on March 22, 2021 7:13 PM by Khabar365Din

সায়ন্তী অধিকারী
৩৬৫ দিন। মুখ চাই-মুখ! কাকে যে প্রার্থী করবে তার জন্য দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। দূর দূর তক কই নেহি মিল রাহা হ্যায়। এ কেমন খারাপ দিন এল ভাজপর। তাই অগত্যা কলকাতার কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে এবার ভরসা টলি-টেলি তারকার উপরেই। সেলেব দিয়েই কি ভোটে জিতবে ভাজপা?এমনটা কিন্ত একেবারেই পরিষ্কার বিজেপির প্রার্থী তালিকায়। একেবারে ১১ জন তারকা প্রার্থীকেই দাঁড় করিয়ে দিয়েছে এই বিধান সভা নির্বাচনে। হিরন থেকে শ্রাবন্তী কে নেই এই লিস্টে। তবে কলকাতাতে ভাজপার ভরসা শুধু তারকাতেই। তবে কি তাঁদের কাছে মুখ নেই?প্রার্থী দেওয়ার মতো? তাতেই কি সেলেবের উপর ভরসা।বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বাকি কয়েক দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।
প্রথম কয়েক দফার এইবারের তালিকাতেও রয়েছে বেশ কয়েকজন তারকা প্রার্থীর নাম। তাঁদের মধ্যে বেশিরভাগই চলচ্চিত্র জগতের মানুষ। কিছুদিন আগেই, বিজেপি থেকে এবার কোন কোন তারকা প্রার্থী হতে পারে, সে বিষয়ে সম্প্রতি বৈঠকে বসে ভাজপা। ওই বৈঠকে বিজেপির তারকা প্রার্থীদের কোথায় কোথায় দাঁড় করানো হতে পারে, সে বিষয়ে মত পার্থক্য শুরু হয় দলের মধ্যেই।বিজেপির একটি অংশের দাবি, নিশ্চিত আসনগুলোয় তারকাদের দাঁড় করানো উচিত নয়। সেগুলোয় প্রতিষ্ঠিত রাজনীতিকদেরই টিকিট দেওয়া উচিত। আবার বিজেপির একাংশের দাবি, লোকসভা নির্বাচনে কলকাতা জোনে বিজেপির ফল যেহেতু অপেক্ষাকৃত খারাপ, তাই ওইসব আসনে তারকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হোক। তাই যে সব আসনে কিছুটা লড়াই আছে, সেখানে তারকাদের ক্যারিশমাকে কাজে লাগানো হোক। রাজনীতি করার ইচ্ছা থাকলে তারকারা লড়াই করে জিতে আসুন বলে মত প্রকাশ করা হয় পদ্ম শিবিরের ওই অংশের তরফে। এই নিয়ে কিন্তু দলের মধ্যেই অসন্তোষ দেখা দেয়। কারণ যারা বহু বছর ধরে এই রাজনীতির ময়দানে রয়েছে তাঁদেরকে ওভার টেক করা হল সেলেব দিয়ে। তবে কি পুরোনো নেতাদের প্রতি ভরসা নেই ভাজপার? নির্বাচনে জিততে স্টার্ডম ব্যবহারেই মন দিয়েছে তাঁরা।