Last Updated on April 19, 2021 9:15 PM by Khabar365Din


টিম খবর ৩৬৫ দিন
৩৬৫ দিন। হ্যালাে। ডালিম বলছাে? হ্যাঁ বলছি। আমি অভিজিৎ মিশ্র বলছি। কি করতে ফোন করেছেন? ফোন করেছি যে, তুমি তাে নির্দল থেকে মনােনয়ন জমা দিয়েছ? হ্যাঁ দিয়েছি। মানিকচকে নির্দল থেকে ভােট কাটলে তাে বিজেপি প্রার্থী হেরে যাবে। না মনােনয়ন উইথিড্রল করবাে না। দল ডাকাতকে প্রার্থী করেছে, গাে হারানাে হারাবাে টাকা দিচ্ছি মনােনয়ন প্রত্যাহার করাে। প্রায় ৫ মিনিটের একটি অডিওতে এই ধরনের কথা বার্তাই উঠে এল। যেন সিনেমায় সাজানাে স্ক্রিপ্ট শুনছি। মূল গল্প হল, বিজেপি নেতা অভিজিৎ মিশ্র মানিকচকের নির্দল প্রার্থী ডালিম মন্ডলকে মনােনয়ন প্রত্যাহারের হুমকি দিচ্ছে। তাও আবার ২ লক্ষ টাকার বিনিময়ে। দলের মধ্যেই অন্ত দল থেকে ক্ষুব্ধ হয়ে যারা নির্দল প্রার্থী হয়েছেন তাঁদের টাকার টোপ দিয়ে মনােনয়ন প্রত্যাহারের কথা বলা হচ্ছে। এই কথােপকথনের প্রায় ৫ মিনিটের একটি বিস্ফোরক অডিও টেপ প্রকাশ্যে এসেছে।টাকা ছড়িয়ে প্রার্থী জেতানাের চেষ্টা। অর্থাৎ ডেমেজ কন্ট্রোল করতে টাকা ছড়িয়ে ময়দানে নেমেছে ভাজপা। যেখানে একজন নির্দল প্রার্থীকে মনােনয়ন প্রত্যাহার করার জন্য বলা হচ্ছে বিজেপির তরফে। তার বদলে মােটা টাকারও অফার করা হচ্ছে। তবে কি রয়েছে এই অডিওতে? ফোনের এক প্রান্তে রয়েছেন মানিকচকের নির্দল প্রার্থী ডালিম মন্ডল এবং ওপর প্রান্তে অর্থাৎ যিনি ফোন করেছেন তিনি নিজেকে পরিচয় দিয়ে জানালেন বিজেপি নেতা অভিজিৎ মিশ্র। কথা শুরু হতেই অভিজিৎ মিশ্র বলেন, মানিচকেবিজেপিকে জেতাতে হবে। তবে নির্দল থেকে ভােট কাটলে তাে আমাদের বিজেপি প্রার্থী হেরে যাবে। এদিকে অন্য প্রান্তে থাকা ডালিম মন্ডল এই কথা শুনতে উত্তপ্ত হয়ে ওঠে। পাশ থেকে আরও কয়েকজন বলতে শােনা যায়, গাে হারানাে হারাবাে। তারপরেও অভিজিৎ মিশ্র নামে ওই বিজেপি নেতা কোনও কথা না শুনে ২ লক্ষ টাকার অফার করে। বিজেপি থেকে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে আসা লােকজন এর বিরােধিতা করছে বলেই ওই অডিওতে শােনা যায়। জানা গেছে, ভােটের প্রার্থী ঘােষণার পর থেকেই মালদার মানিকচকে গেরুয়া শিবিরের অন্দরের দ্বন্দ্ব চরমে ওঠে। তারই পরিণতিতে দলের একাংশ ভােট বাজারেও বিক্ষুব্ধ হয়ে যান। তারই। পরিণতিতে কেউ নির্দল প্রার্থী হয়ে যান, কেউ আবার নির্দল প্রার্থীর পাশে দাঁড়ান। এতেই কী ঘুম ছুটেছে বিজেপির ? পরিস্থিতি সামাল দিতে একেবারে ফোন করে নির্দল প্রার্থীদের মনােনয়ন প্রত্যাহার করার জন্য আবেদন করা হচ্ছে বিজেপির তরফে। সূত্রে খবর, মানিকচক কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী করা হয়েছে গৌরচন্দ্র মণ্ডলকে। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পরেই তাঁকে প্রার্থী করা হয়। তবে এনিয়ে দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়ে। অনেকেই আপত্তি তুলেছিলেন। তবে সেই আপত্তি শেষ পর্যন্ত ধােপেও টেকেনি। এরপরই রাগে, অভিমানে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্দল প্রার্থী হয়ে যান অনেক ক্ষুব্ধ বিজেপি নেতা।ময়দানে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। এর জেরেই অস্বস্তি বাড়ে গেরুয়া শিবিরে। তবে কী স্নায়ুচ চাপ সামলাতে না পেরেই একেবারে নির্দল প্রার্থীদের ফোন করে বসলেন বিজেপি নেতৃত্ব? টাকা দিয়ে মনােনয়ন প্রত্যাহারের দাবি করা হয় ওই নির্দল প্রার্থীকে। এমনটাই শােনা যাচ্ছে ওই অডিওতে। অডিও টেপের সত্যতা আমরা পরীক্ষা করিনি।