কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের ক্যালেন্ডারে রবীন্দ্রজয়ন্তী ২৩ বৈশাখ

0

Last Updated on February 13, 2021 11:38 PM by Khabar365Din

সৌগত মণ্ডল


৩৬৫ দিন। বাংলার মনীষীদের যেন রীতিমতো পরিকল্পনামাফিক অসম্মান করার কর্মসূচী হাতে নিয়েছে ভাজপা। আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর পরিবর্তে বানিয়ে দিয়েছিলেন শান্তিনিকেতন। গতকাল ভাজপা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবার বাঙালির এবং বাংলার আরাধ্যা দেবী দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। এবার শুধুমাত্র ভাজপা আর দলীয় নেতৃত্ব নন, ভাজপা শাসিত কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক চলতি বছরের যে ডিজিটাল ক্যালেন্ডার প্রকাশ করেছে অনেক ধুমধাম করে, সেখানে রবীন্দ্রনাথের জন্মদিন লেখা হয়েছে ২৩ বৈশাখ। এবছর ২৫ বৈশাখ রবিবার পড়েছে বলেই হয়তো বা ভাজপা নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রবীন্দ্রনাথের জন্মদিন তার দুদিন আগেই বানিয়ে দিয়েছেন। তবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া এই ডিজিটাল ক্যালেন্ডারে কিভাবে মারাত্মক ধরনের এই ভুল হল, তা নিয়ে কোন উচ্চবাচ্য করেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর অথবা কেন্দ্রীয় তথ্য এবং সংস্কৃতি মন্ত্রক। তবে ভাজপা যেভাবে প্রায় প্রতিদিনই বাংলা এবং বাঙালি যে সমস্ত বিশ্ববরেণ্য মনীষীকে নিয়ে গর্ববোধ করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে বাংলার মনীষীদের নিয়ে খেলা করছে বলে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। এমনকি ভাজপা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দেবী দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দুর্গা আবার কোথা থেকে এলো মন্তব্যের মাধ্যমে বাংলা এবং বাঙালির ধর্ম এবং সংস্কৃতি নিয়ে তীব্র অপমান করার পরে 24 ঘন্টা কেটে গেলেও নিজের ভুল স্বীকার করেননি। কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে প্রকাশিত ডিজিটাল ক্যালেন্ডারে বলা হয়েছে, এবার চৈত্র সংক্রান্তির পরের দিন ‘মেসাদি’ নামে একটি দিবস উদযাপন করা হবে। ওই দিন আসলে তামিল নববর্ষ। কিন্তু সেদিন যে বাংলারও নববর্ষ, সেই তথ্যের কোনও উল্লেখ নেই কেন্দ্রীয় সরকারের ক্যালেন্ডারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here