Last Updated on February 6, 2021 11:42 PM by Khabar365Din
৩৬৫ দিন। কাঁথি। তাের বাপ কে গিয়ে বল তাের বাড়ির পাঁচ কিলােমিটার দূরে দাঁড়িয়ে আছি, দম থাকলে আয়।তাের পাড়ায় দাঁড়িয়ে আছি, তাের এলাকায় দাঁড়িয়ে আছি। এভাবেই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নব্য ভাজপা নেতা শুভেন্দু অধিকারীর বাড়ির অদূরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কাঁথি এবং পূর্ব মেদিনীপুরকে নিজের গড় বলে দাবি করেন শুভেন্দু, সেখানেই লক্ষাধিক মানুষের জনসমাবেশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন শুভেন্দু অধিকারী এবং পূর্ব মেদিনীপুরের অধিকারী সাম্রাজ্যকে খােলা চ্যালেঞ্জ করে বলেন, জোরে আওয়াজ তুলুন, শান্তিকুঞ্জ যেন থরথর করে কাঁপে। পূর্ব মেদিনীপুর এবার বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত করবে। মেদিনীপুর থেকে ১৬টা আসনে জেতান। কথা দিচ্ছি, সরকার গড়ার ৩ মাসের মধ্যে রাজনৈতিকভাবে ওদের দেউলিয়া করে দেব। ক্ষমতা থাকলে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভােটে দাঁড়ান। যাঁর নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়, তাঁর পদলেহন করছে। নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ অভিষেকের।