শেম শেম শেম শ্রীরাম
বাংলার অবমাননার
প্রতিবাদ করছি
জয় বাংলা

0

Last Updated on January 23, 2021 8:18 PM by Khabar365Din

সরকারি অনুষ্ঠানে অসভ্যতার প্রতিবাদে

 মুখ্যমন্ত্রী বক্তব্য রাখলেন না

৩৬৫ দিন। সরকারি অনুষ্ঠানকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে মুখ্যমন্ত্রীর বক্তৃতা রাখার সময়ে শ্রোতাদের মধ্যে ভাজপা সমর্থকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান তুললেন এবং এই অশালীন ভাজপা কালচার ঘটল নেতাজি স্মরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে, ভিক্টোরিয়া মেমােরিয়াল হলে। কৃষ্টি ও সংস্কৃতির এই বৈপরীত্যর সাক্ষী রইল উপস্থিত অতিথি এবং সারা দেশ। নিন্দার ঝড় উঠেছে সারা দেশজুড়ে, এবং দলের মধ্যেও। নেতাজি জন্মদিন উদযাপনের মঞ্চে রাজনৈতিক প্রতিপক্ষ প্রধানমন্ত্রীকে উত্তীরিয় পরিয়ে বরণ করলেন মুখ্যমন্ত্রী। মােদিকে পাশে নিয়ে ঘুরে দেখালেন ভিক্টোরিয়ায় সদ্য তৈরি হওয়া নেতাজি সংগ্রহশালা, নেতাজি গ্যালারি। ঠিক এরপরেই কেন্দ্রীয় সরকার আয়ােজিত অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রীকে ডাকা হল বক্তৃতা দেওয়ার জন্য। প্রায় পরিকল্পনামাফিক দর্শকদের একাংশে শুরু হল তীব্র চিৎকার করে ‘জয় শ্রীরাম’ স্লোগান। প্রসঙ্গত কাছাকাছির মধ্যে দেখা গেল সম্প্রতি তৃণমূল থেকে রংবদল দলবদল করা কয়েকজন ভাজপা নেতাকে। মমতা ধীর পায়ে পােডিয়ামে দাঁড়িয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়ে হিন্দিতেই বলেন, ‘সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিৎ। এটা কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। এটা সকল মানুষের, সব রাজনৈতিক দলের সকলের অনুষ্ঠান। আমি প্রধানমন্ত্রীজি এবং সংস্কৃতি মন্ত্রকের কাছে কৃতজ্ঞ অনুষ্ঠানটি আয়ােজন করার জন্য। কিন্তু কাউকে অনুষ্ঠানে আমন্ত্রণ করে তারপর অপমান করা উচিৎ নয়। এর প্রতিবাদে আমি আর কোনওকিছু এখানে বলব না। জয় হিন্দ, জয় বাংলা।’

বাংলার এই অবমাননায় আমরাও স্তম্ভিত। প্রতীকী প্রতিবাদ হিসেবে এদিনের অনুষ্ঠানের আর কোনও রিপাের্ট প্রকাশ করছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here