রাজীব, শুভেন্দুকে কালাে পতাকা

0

Last Updated on February 3, 2021 12:24 AM by Khabar365Din

৩৬৫দিন । পাল্টিরাম রাজীব শুভেন্দু কে ঘিরে বিক্ষোভ বারুইপুরে। মঙ্গলবার বারুইপুরে জনসভা ছিল বিজেপির। পদ্মপুকুর মোড়ে রাজীব শুভেন্দুর কনভয় পৌছতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ। তাদের অভিযোগ, যেভাবে তৃণমূল থেকে সমস্ত সুবিধা নেওয়ার পর ভোটের মুখে মুখ্যমন্ত্রীকে অপদস্ত করতে তাকে বিপদে ফেলতে বিজেপির সঙ্গে চক্রান্ত করেছেন এই দুই নেতা তা ক্ষমার অযোগ্য। কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এলাকার তৃণমূল কর্মীরা তাদের সঙ্গে যোগ দেন। এই পরিস্থিতিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি না হয় তার জন্য আগে থেকেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা ছিল ওই এলাকায়। বারইপুরের আই এন টি টি ইউ সি নেতা বিভাস সরদার বলেন, বারুইপুরের মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মীরা শুভেন্দু ও রাজীব ব্যানার্জির মত বেইমান কে এলাকায় ঢুকতে দিতে চায় না, তাই বিক্ষোভ ও কালো পতাকা দেখায়। বিক্ষোভে উপস্থিত এলাকার বাসিন্দারা জানিয়েছেন মমতা যেভাবে বাংলার উন্নয়ন করেছেন তার নজির দেশ তো বটেই গোটা বিশ্বকে খুঁজে পাওয়া যাবে না তাই এটা তৃণমূলের বিষয় নয় মমতাকে যেভাবে চক্রান্ত করে অপদস্ত করার চেষ্টা চলছে তাতে যারা সামিল হবে তাদের বিরুদ্ধে বিক্ষোভ হবে তাদের কি কালো পতাকা দেখতে হবে যারা বেইমানি করবে কি করবে তাদেরকে কোনভাবেই স্বাগত জানানো হবে না তাদেরকে এই ভাবেই বিক্ষোভের মুখে পড়তে হবে আগামী এবং বিধানসভা ভোটে তারা এর জবাব দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here