Last Updated on February 20, 2021 10:26 PM by Khabar365Din
৩৬৫ দিন। দরজায় কড়া নাড়ছে একুশের বিধানসভা নির্বাচন। তার আগে ভোটমুখী বাংলায় নতুন স্লোগান সামনে আনল তৃণমূল। নির্বাচনের আগে ভাজপার বহিরাগত নেতারা যখন বাংলার সংস্কৃতি কৃষ্টি ধ্বংস করতে উদ্যোগী হয়েছে তখন বাংলার মানুষ আওয়াজ তুলেছে, বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলার মানুষের আওয়াজই প্রতিধ্বনিত হয়েছে তৃণমূলের স্লোগানে। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, এই স্লোগানকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনের ময়দান থেকে বিরোধীদের কয়েক যোজন দূরে সরিয়ে দিল তৃণমূল। শনিবার তৃণমূলের এই নতুন ভোটের স্লোগান প্রকাশ করা হল। স্লোগান সামনে এনে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, ‘এই নির্বাচন কঠিন নয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন। গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছে এই নির্বাচনের দিকে। বাংলার মানুষ, বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়, তাই আমাদের স্লোগান, বাংলা নিজের মেয়েকেই চায়। এদিন তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, বর্ষিয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যসভার চিফ হুইপ শুখেন্দু শেখর রায়, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। পার্থ চট্টোপাধ্যায় বলেন, গত ১০ বছর ধরে বাংলায় যে উন্নয়ন হয়েছে তা মুখ্যমন্ত্রীর নেতৃত্বেরই হয়েছে। বাংলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, ফের একবার বাংলা নিজের মেয়েকেই চায়। পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায় বলেন, কৃষি থেকে শিল্প, বাংলায় স্বনির্ভরতা আনতে, ফের একবার বাংলা নিজের মেয়েকেই চায়। প্রসঙ্গত, ভাজপার বহিরাগত নেতৃত্বরা যখন বাংলা ভাগ করার চক্রান্ত করছে, যখন বাংলার সংস্কৃতিকে নষ্ট করার সবরকম প্রয়াস নিয়েছে তখন বাংলার মানুষ ভরসা করেছে বাংলার মেয়ে মুখ্যমন্ত্রীর ওপরেই। যখনই প্রয়োজন পড়েছে, বরাবর ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী, বাংলার প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসংখ্য জনহিতকর প্রকল্প বাস্তবে রূপায়িত করে বাংলার মানুষের কাছে স্বাচ্ছন্দ ও স্বনির্ভরতা পৌঁছে দিয়েছেন বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী। তাই তৃণমূলের স্লোগান, বাংলা নিজের মেয়েকেই চায়।