Panchayet Vote 2023: সিপিএম ও ভাজপার মতে নওশাদ বাহিনীর সন্ত্রাস, ভাঙ্গরে তৃণমূল প্রার্থীকে হাঁসুয়ার কোপ

0

Last Updated on July 2, 2023 7:41 PM by Khabar365Din

নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে ভাঙড়ে এক তৃণমূল প্রার্থী কে হাসুয়ার কোপ দেওয়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে ।ঘটনায় গুরুতর আহত ওই তৃণমূল প্রার্থী। আহতের নাম ইব্রাহিম মোল্লা, তিনি চালতাবেড়িয়ার ১৫৩ নম্বর বুথের তৃণমূল প্রার্থী। এই ঘটনায় ইব্রাহিমের সঙ্গী অহিদুল মোল্লা নামে আরেক তৃণমূল নেতা আহত হয়েছেন। ওহিদুল মোল্লা চালতাবেড়িয়া অঞ্চলের নেতৃত্ব দেন এবং ভাঙড় ২ ব্লক কমিটির সদস্য।

আশঙকাজনক অবস্থায় জিরানগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকে । খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ভাঙড়ের পর্যবেক্ষক শওকাত মোল্লা সহ ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম ,হাকিমুল ইসলামরা । ঘটনায় আই এস এফ এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে আরাবুল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ নেতৃত্ব।

পুলিশ সূত্রে খবর ,এদিন রাত দশটা নাগাদ এলাকায় নির্বাচনী প্রচার সেরে দক্ষিণ বামুনিয়ার বাড়িতে ফিরছিলেন ইব্রাহিম মোল্লা ও ওহিদুল মোল্লা। বাইকে করে বাড়ি ফেরার সময় বামুনিয়া কর্মতীর্থ বাজারের কাছে তাদের হাসুয়ার কোপ মারা হয়। অভিযোগ পিছন থেকে দুষ্কৃতীরা হাসুয়ার কোপ মারে ।

এই ঘটনায় বাইক থেকে রাস্তার উপর পড়ে যান ইব্রাহিম, ওহিদুল। তাঁরা আর্তনাদ শুরু করলে স্থানীয়রা দৌড়ে ঘটনাস্থলে আসে এবং দুজনকে উদ্ধার করে জিরানগাছা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । খবর পেয়ে কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী চালতা বেড়িয়া যায়। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব ভিড় করে জিরানগাছা হাসপাতালে। রাত যত বেড়েছে তত উত্তেজনা বেড়েছে ভাঙড়ে।