Last Updated on July 3, 2023 7:39 PM by Khabar365Din
৩৬৫দিন। কলকাতা হাইকোর্টে ঘার ধাক্কা খেল ভাইজান ও সিপিএম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়কে চ্যালেঞ্জ করে আইএসএফের নওশাদ সিদ্দিকীর রিট পিটিশন খারিজ করে দিল হাইকোর্ট। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির দলের ৮২ জন প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তারা আবেদন করে জানান, স্ক্রুটিনি শেষ হওয়ার পর রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তাঁদের নাম বাদ পড়েছে। তাই বহু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা নির্বাচন কমিশনকে দায়ী করে ওই ৮২ জন প্রার্থীকে ভোটে লড়তে দেওয়ার নির্দেশ দেন ।
এরপরই রায়কে চ্যালেঞ্জ করে কমিশন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চে যেতেই সিপিএম ও ভাইজানের পঞ্চায়েত ভোটকে বারবার বানচাল করার ছক ভেস্তে গেল। সোমবার আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর মামলায় বিচারপতি অমৃতা সিনহার রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই রায় খারিজ করে দেওয়াতেই ভাইজান ও সিপিএম এর মুখে আবারও চুনকালি পড়ল। উল্লেখ্য, কয়েকদিন আগে উলুবেড়িয়া ১ ব্লকের বিডিও নীলাদ্রি শেখর দে-র বিরুদ্ধে নথি বিকৃতির অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হয়েছিলে সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম ও তনিমা বেগম।
বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ এই ঘটনায় নজিরবহীনভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের মামলায় সিবিআই তদন্ত বিরল ঘটনা।
সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতেই একইভাবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশকে বাতিল করে দিয়েছিলেন।
ভোটের দফা বাড়ানো নিয়ে হাইকোর্টে শুনানি হবে না
ভাইজান, সিপিএমের পর এবার কলকাতা হাইকোর্টে মুখ পুড়লো কংগ্রেসের। পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যদিও কংগ্রেসের দাবি মতো পঞ্চায়েত ভোটের দফা বাড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টের শুনানি হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের দাবি ছিল,পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকলে এক দফার পঞ্চায়েত নির্বাচন হলে বাংলায় অশান্তি হবে। তবে হাইকোর্ট কংগ্রেসের দাবিকে উড়িয়ে দিয়ে সাফ জানিয়েছে, ভোটের দফা বাড়ানো নিয়ে কোন শুনানি হওয়া সম্ভব নয়। এ ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।আগামী ৮ জুলাই এক দফায় রাজ্যে হতে চলেছে এবারের পঞ্চায়েত নির্বাচন।