Last Updated on July 7, 2023 8:27 PM by Khabar365Din
৩৬৫দিন। কলকাতা হাইকোর্টে আবারও ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গতিবিধিকে নিয়ন্ত্রণ করার জন্য বৃহস্পতিবার তাকে নোটিশ পাঠিয়েছিল পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা। ভোটের আগে কাঁথি থানার পাঠানো নোটিসকে চ্যালেঞ্জ করে শুক্রবার সকালেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। এদিন অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি হয়। বিচারপতি অমৃতা সিনহা রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পাঠানো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার পাঠানো নোটিশের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করেননি।
বরং শুভেন্দু অধিকারীকে ভোটের দিন কমিশনের নির্দেশ অনুসারে নিজের বুথের বাইরে যেতে মানা করে দেন। ফলে প্রথমে পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর মামলা ও পরে ভোটে গতিবিধি নিয়ন্ত্রণের মামলায় মুখ পুড়লো বাংলার বিরোধী দলনেতা তথা ভাজপা নেতা শুভেন্দু অধিকারীর। উল্লেখ্য,বৃহস্পতিবার কাঁথি থানার তরফে দেওয়া ওই নোটিসে বলা হয়েছে, পঞ্চায়েত এলাকায় ভোটের আদর্শ আচরণবিধি রয়েছে। তাই ৮ তারিখ অর্থাৎ ভোটের দিন নন্দীগ্রামের নন্দনায়েবাড় নিজের বুথ ছাড়া কোথাও যেতে পারবেন না রাজ্যের বিরোধী দলনেতা। যতক্ষণ না ভোট পর্ব মিটচ্ছে ততক্ষণ নিজের ইচ্ছামত বিধানসভা কেন্দ্রে ঘুরতে পারবে না।
এমনকি বুথের মধ্যেও থাকতে পারবেন না তিনি। শুধু বিরোধী দলনেতাই নয়, তার নিরাপত্তারক্ষীরাও বুথের ভেতরে প্রবেশ করতে পারবে না বলেই উল্লেখ করা হয় নোটিসে। বৃহস্পতিবারই শুভেন্দুর আইনজীবীর কাছে পুলিশের ওই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। বুথে বুথে ঘুরে ভোটকে প্রভাবিত যাতে না করতে পারে বিরোধী দলনেতা সেই কথা মাথায় রেখেই শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর লাগাম টানে রাজ্য নির্বাচন কমিশন।