কুচক্রী সপ্তরথীর বিরুদ্ধে লড়ে বাংলাকে হাত থেকে হারমাদের হাত থেকে ছিনিয়ে আনলেন মমতা অভিষেক

0

Last Updated on July 11, 2023 7:53 PM by Khabar365Din

কুরুক্ষেত্রে কুচক্র সপ্তরথী

৩৬৫ দিন। অতঃপর যুধিষ্ঠির ও ভীঙ্গা অভিমন্যুকে অভয় দিয়ে বললেন যে, অভিমন্যু ব্যূহে প্রবেশ করলেই ওঁরা অভিমন্যুকে অনুসরণ করবেন। জ্যেষ্ঠতাতদের আশ্বাসে অভিমা চকিতে ব্যূহ ভেদ করে ঢুকলেন। ভীষ দুর্যোধনকে বলেছিলেন যে, দ্রৌপদীর পাঁচ পুত্রই মহারথ, কিন্তু অভিমা হচ্ছেন অধিরত, অর্থাৎ মহারথের অধিক। দ্রোণ চক্রব্যূহের আকারে সেনাসন্নিবেশ করলেন। ব্যূহের মধ্যে কর্ণ, দুঃশাসন,কৃপাচার্য, দুর্যোধন, অশ্বত্থমা, জয়দ্রথকে,শকুনি এই সপ্তরথী কিশোর অভিমন্যুকে ঘিরে ধরলেন। আরও বড় ব্যূহ করে ঘিরলেন কৃতবর্মা, বৃহদ্বল, ভূরি ভুরিশ্রবা, শল, পৌরব আর বৃষসেন। একা লড়ছেন অভিমন্যু। একসময় আঙ্গু নিঃশেষ, সারথিহীন, রথহীন,অশ্বহী অভিমন্যু কেবল রথের চাকা হতে লড়ে গেলেন আমৃত্যু।

সপ্তরথীর ১০ পরিণতি

২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সমস্ত আসনে ভাজপা জয় পেলেও কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি থেকে মুছে গেল ভাজপা।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কোনদিন দার্জিলিং এর ক্ষমতায় আসতে পারেনি। এবারের পঞ্চায়েত নির্বাচনে দার্জিলিং থেকেও মুছে গেল ভাজপা।

জঙ্গলমহলে গত লোকসভা নির্বাচনে জয় পেলেও ভাজপাকে নিশ্চিহ্ন করে তৃণমূলের জয়জয়কার। ঝাড়গ্রামে কোন পঞ্চায়েতের ক্ষমতায় ফিরতে পারল না ভাজপা।

বাংলার পদ্মপাল ভোটের আগের দিনেও মুর্শিদাবাদে ছুটে গিয়ে জেতাতে পারলেন না ভাজপাকে। এখনো পর্যন্ত পাওয়া ট্রেন্ড অনুযায়ী মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের দখলে।

উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন জেলা পরিষদে ক্ষমতায় আসতে পারবে না বাম রাম কংগ্রেস। ২০ জেলা পরিষদেই বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল।

পঞ্চায়েত ভোটকে টার্গেট করে তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দুর্নীতির অভিযোগ তুলে কুৎসা রটালেও বাংলার মানুষ আস্থা রাখল তৃণমূলেই।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বাংলায় সেমিফাইনাল ছিল পঞ্চায়েত নির্বাচন। সেখানেও সুপার ফ্লপ ভাজপা।

একুশের বিধানসভা নির্বাচনে শূন্যে পরিণত হওয়া সিপিএম তৃতীয় স্থানের জন্য লড়াই করছে।

দুপুরের পরেই ভাজপা রাজ্য সদর দপ্তর থেকে মুখ লুকিয়ে পালালেন সমস্ত নেতা।

ভাজপার সঙ্গে গোপন আঁতাত করে তৃণমূল বিরোধিতা করতে গিয়ে বাংলার রাজনীতিতে চতুর্থ স্থানে নেমে গেল কংগ্রেস।